For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের বিদেশমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী! বাতিল হল ভারত সফর

বাংলাদেশের বিদেশমন্ত্রীর পর এবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ভারত সফর বাতিল করলেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খানের শিলং-এ এক বেসরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের বিদেশমন্ত্রীর পর এবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ভারত সফর বাতিল করলেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খানের শিলং-এ এক বেসরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এদিন আগেই দুদিনের ভারত সফর বাতিলের কথা ঘোষণা করেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেন।

বাংলাদেশের বিদেশমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী! বাতিল হল ভারত সফর

নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আন্দোলন চলছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে শিলং-এও। সেখানেই ১৯৭১-এ বাংলাদেশের মুক্তি যুদ্ধে সাহায্যকারীদের নিয়ে গঠন করা হয়েছিল ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট। তাদেরই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের মন্ত্রীর। সূত্রের খবর অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এই সফর বাতিল করা হয়েছে।

এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী অভিযোগ করেছিলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারতের ঐতিহাসিক চরিত্রকে দুর্বল করবে। একইসঙ্গে তিনি তাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের মুখোমুখি হওয়ার কথাও অস্বীকার করেন। যদিও ভারত সরকারের তরফে জানানো হয়, বাংলাদেশের পূর্বতন সামরিক সরকার এবং পূর্বতম সরকারের আমলেই এই নিপীড়ন হয়েছিল।

ভারতের তরফে বিদেশ দফতরের মুখপত্র রাভিশ কুমার বলেছেন, বাংলাদেশের মন্ত্রীর ভারতে না আসার পিছনে নাগরিকত্ব সংশোধনী বিল নয়, বরং সেদেশের সমস্যাই কারণ। কেননা ১৬ ডিসেম্বর সেদেশে বিজয় দিবস রয়েছে।

যদিও কূটনৈতিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের বিদেশমন্ত্রীর সফর বাতিল হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়া পরবর্তী পরিস্থিতির কারণে।

English summary
Bangladesh Home Minister cancels India visit despite Govt's clarification on CAB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X