For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে জারি মৃত্যু মিছিল, আক্রান্তের নিরিখে দেশের দ্বিতীয় শহর হিসাবেও করতে চলেছে নয়া রেকর্ড

বেঙ্গালুরুতে জারি মৃত্যু মিছিল, আক্রান্তের নিরিখে দেশের দ্বিতীয় শহর হিসাবেও করতে চলেছে নয়া রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের নিরিখে কিছুদিন আগে গোটা দেশের মধ্যে সর্বাধিক উদ্বেগ বাড়াচ্ছিল দিল্লি-মুম্বই। এমতাবস্থায় এবার একটানা আতঙ্ক বাড়িয়েই চলেছে বেঙ্গালুরু। সেই সঙ্গে জারি রয়েছে মৃত্যু মিছিল। অন্যদিকে দেশের দ্বিতীয় শহর হিসাবে দ্রুত ১০ লক্ষ করোনা আক্রান্তের গণ্ডি পার হতে চলেছে বেঙ্গালুরুতে।

ভয় ধরাচ্ছে বেঙ্গালুরুর করোনা সংক্রমণ

ভয় ধরাচ্ছে বেঙ্গালুরুর করোনা সংক্রমণ

বর্তমানে গোটা বেঙ্গালুরুতে সামগ্রিক ভাবে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৮৩ হাজারের উপরে। ওয়াকিবহাল মহলের ধারণা এক থেকে দুদিনের মধ্যে ১০ লক্ষ সংক্রমণের বাঁধ ভেঙে যাবে এই শহরে। অন্যদিকে মঙ্গলবার বেঙ্গালুরুতে ১৫ হাজার ৮৭৯ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। তবে অন্যদিনে তুলনা যা অনেকটাই কম। যদিও তাতেও মিলছে না স্বস্তি।

 উঠে আসছে কম টেস্টের অভিযোগ

উঠে আসছে কম টেস্টের অভিযোগ

আচমকা আক্রান্তের সংখ্যায় ভাটার পিছনে করোনা টেস্ট কম হাওয়াকেই দুষছেন অনেকে। টেস্ট বাড়লেই ফের আক্রান্তের সংখ্যা বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে একক শহর হিসাবে এখনও পর্যন্ত বেঙ্গালুরুর উপরে রয়েছে দিল্লি। সেথানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৩০ হাজারের বেশি। এমনকী মৃত্যুর নিরিখে দেশের তাবড় তাবড় শহরকে পিছনে ফেলেছে দিল্লি।

দেশের নতুন করোনা হটস্পষ্ট হিসাবে উঠে আসছে কর্ণাটক

দেশের নতুন করোনা হটস্পষ্ট হিসাবে উঠে আসছে কর্ণাটক

পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দিল্লিতে করোনার কারণে মৃত্যু হয়েছে ১৯ হাজার মানুষের। সেখানে মুম্বইয়ে মারা গিয়েছেন ১৩ হাজার মানুষ। পুণেতে মারা গিয়েছেন ১০ হাজার মানুষ। সেখানে বেঙ্গালুরুতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৯০। অন্যদিকে আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরেই বর্তমানে কর্ণাটকই দেশের অন্যতম প্রধান হটস্পট হিসাবে উঠে আসছে বলে মনে করা হচ্ছে।

মানসিক অবসাদে একাধিক করোনা আক্রান্তের মৃত্যু, আত্মহত্যা ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ এই রাজ্যেমানসিক অবসাদে একাধিক করোনা আক্রান্তের মৃত্যু, আত্মহত্যা ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ এই রাজ্যে

 চিন্ত বাড়াচ্ছে পজেটিভিটি রেটের একটানা বৃদ্ধি

চিন্ত বাড়াচ্ছে পজেটিভিটি রেটের একটানা বৃদ্ধি

সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে রাজ্যেই উচ্চ মাত্রার পজেটিভিটি রেট। যা বর্তমানে বেড়ে দাড়িয়েছে ৩৪ শতাংশে। মৃত্যুহারও বেড়ে হয়েছে ১.২১ শতাংশ। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকেরা। এদিকে সরকারে এই উচ্চ পজেটিভিটি রেটকেই বর্তমানে ৫ শতাংশের নীচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে। যদিও উল্টোদিকে বর্তমানে দৈনিক করোনা টেস্টের পরিমাণ ১.০৫ লক্ষ থেকে কমিয়ে ৩৩ হাজার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

English summary
Death procession in Bangalore sets new record, Bangalore's corona infection scares
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X