For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সাইবাবার জন্মস্থান বিতর্ক তুঙ্গে! শিরডির মন্দিরে আজ কী ঘটল, ড্যামেজ কন্ট্রোলে উদ্ধব

  • |
Google Oneindia Bengali News

গোটা বিতর্কের সূত্রপাত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি বক্তব্য ও সরকারী প্রকল্প থেকে। যে সরকারি প্রকল্পে উদ্ধব মহারাষ্ট্রের পাথরি এলাকার জন্য ১০০ কোটি টাকার প্রকল্পের আশ্বাস দেন। সাইবাবার জন্মস্থান হিসাবে পিথরিকে চিহ্নিত করে এই প্রকল্পের টাকা ঘোষিত হয়। আর তারপরই শুরু হয় বিতর্ক। কারণ মহারাষ্ট্রের শিরডির মানুষের দাবি, সাইবাবার জন্মস্থান এখনও অজানা। অনির্দিষ্টকালের জন্য এদিন থেকে বনধের রাস্তায় হাঁটতে চলেছেন শিরডির মানুষ। এরপর আজ সাইবাবা মন্দিরে কী ঘটল দেখে নেওয়া যাক।

 বন্ধ থাকবার কথা ছিল শিরডির সাইবাবা মন্দির?

বন্ধ থাকবার কথা ছিল শিরডির সাইবাবা মন্দির?

উদ্ধবের মন্তব্যের জেরে শিরডিতে আজ বনধ পালিত হচ্ছে। তার জেরে সাইবাবা মন্দিরের দরজা আজ বন্ধ থাকবার কথা ছিল। যদিও পরে জানানো হয় যে, শিরডি বনধ থাকলেও মন্দির বন্ধ থাকবে না। তবে আজ সেই দরজা খুলেছে। ফলে স্বাভাবিক ছন্দে শিরডির সাইবাবা মন্দিরে পুজো অর্চনা চললেও। স্বাভাবিক ছন্দে নেই শিরডি।

পাথরিকে সাই জন্মস্থান হিসাবে চিহ্নিতকরণ

উদ্ধব ঠাকরে এর আগে মহারাষ্ট্রের পাথরি এলাকাকে সাই জন্মস্থান হিসাবে চিহ্নিত করেন। যার জেরে শিরডির মানুষ প্রবল ক্ষুব্ধ হন। আর তার ফলেই শুরু হয়েছে বিতর্ক। শিরডিতে ডাকা হয় বনধ।

কোণঠাসা উদ্ধব কী করতে চলেছে?

কোণঠাসা উদ্ধব কী করতে চলেছে?


সাইজন্মস্থান ঘিরে বিবাদ তুঙ্গে উঠছে দেখেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামলেন উদ্ধব। এবার তিনি ইতিহাসবিদদের একটি কমিটি গঠন করবেন বলে ঠিক করেছেন। আর সেই কমিটিই সাইজন্মস্থান নিয়ে চূড়ান্ত রিপোর্ট দেবে।

English summary
Bandh in Shirdi after Uddhav Thackeray sparks birthplace row, Sai Baba temple open.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X