For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি নিয়ে রচনা লিখতে হবে এমএ পরীক্ষায়, নতুন বিতর্কে এই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়

নতুন বিতর্ক আমদানি করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। এবার স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থীদের রচনা লিখতে হবে বিজেপি দলকে নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

কৌটিল্যের অর্থশাস্ত্রে জিএসটি ও বিশ্বায়নে মনুর ভূমিকার পর এবার নতুন বিতর্ক আমদানি করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। এবার স্নাতকোত্তর স্তরের পরীক্ষার্থীদের রচনা লিখতে হবে বিজেপি দলকে নিয়ে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের পরীক্ষায় এজন্য থাকছে ১৫ নম্বর। এই ঘটনা সামনে আসার পরই ফের শোরগোল শুরু হয়েছে।

বিজেপি নিয়ে রচনা লিখতে হবে এমএ পরীক্ষায়, শুরু নতুন বিতর্ক

ডিসেম্বরের ৫ তারিখে প্রথম সেমেস্টারের পরীক্ষায় এই প্রশ্ন এসেছে। পত্রটির নাম ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম : থিওরিটিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাসপেক্টস'। এতে লিখতে হবে বিজেপিকে নিয়ে একটি রচনা যাতে রয়েছে ১৫ নম্বর।

পাশাপাশি আম আদমি পার্টিকে নিয়েও পরীক্ষায় প্রশ্ন এসেছে। তবে সেটাতে রয়েছে মাত্র ২ নম্বর। আপ কী? ৫০ শব্দে লিখতে হবে।

যদিও প্রশ্নপত্র সেট করা অধ্যাপক জানাচ্ছেন, এর মধ্যে কোনও রাজনৈতিক অভিষন্ধি নেই। প্রতিবছরই একটি করে দলের নামে ছাত্রছাত্রীদের লিখতে বলা হয়। এবার বিজেপি নিয়ে প্রশ্ন এসেছে। গতবারে এসেছিল সমাজবাদী পার্টি নিয়ে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেই বিভাজন তৈরি হয়েছে। একপক্ষ এর বিরোধিতায় সরব হয়েছে, আর এক পক্ষ মনে করছে, সিলেবাসে থাকলে তা নিয়ে প্রশ্ন আসা অন্যায়ের নয়।

English summary
Banaras Hindu University asks students to write on BJP in Political Science MA paper
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X