For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পোশাক নিয়ে দলকে 'নীতি শিক্ষা'র এমনই পরামর্শ বিজেপি সাংসদ সুব্রামনিয়ান স্বামীর

পশ্চিমী দেশের পোশাক পরা নিয়ে মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করুক দল। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রামনিয়ান স্বামী। সেইসব পোশাককে 'বিদেশি ছিনতাই করা' বলেও অভিহিত করেছেন স্বামী।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমী দেশের পোশাক পরা নিয়ে মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি করুক দল। এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রামনিয়ান স্বামী। সেইসব পোশাককে 'বিদেশি ছিনতাই করা' বলেও অভিহিত করেছেন স্বামী। একইসঙ্গে তাঁর দাবি, এইসব পোশাক ভারতীয় আবহাওয়ারও অনুকূল নয়।

পোশাক নিয়ে দলকে 'নীতি শিক্ষা'র এমনই পরামর্শ স্বামীর

রাজ্যসভার মনোনীত সদস্য সুব্রামনিয়ান স্বামী। টুইটারে নিজের এই মন্তব্যটি করেছেন তিনি।

বিদেশি পোশাককে তিনি 'ফরেন ইমপোসড স্লেভিসনেস' বলেও অভিহিত করেছেন। তাঁর মতে, বিজেপির উচিত দলেইর তরফেই মন্ত্রীদের বলা ভারতীয় পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো পোশাক পরা।

অপর এক টুইটে স্বামী সংবিধানের ৪৯ নম্বর ধারার কথা উল্লেখ করেছেন। যেখানে অ্যালকোহলিক ড্রিঙ্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের উপদেশ দেওয়া রয়েছে। দলের শৃঙ্খলার অঙ্গ হিসেবেও বিষয়টিকে দেখতে বলেছেন স্বামী।

এনডিএ-র মন্ত্রীরা সংসদের সেন্ট্রাল হলে মদনমোহন মালব্যর জন্ম বার্ষিকী পালনে ছিলেন না বলেও টুইটারে জানিয়েছিলেন সুব্রামনিয়ান স্বামী।

গতবছরে স্বামী বলেছিলেন, বিদেশি পোশাকে ভারতীয় মন্ত্রীদের ওয়েটারের মতো লাগে।

দিন কয়েক আগে, টুজি নিয়ে সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন সুব্রামনিয়ান স্বামী। নিম্ন আদালতে সব অভিযোগ থেকে মুক্ত হয়ে যান এ রাজা ও কানিমোঝি। টুজি নিয়ে স্বামী কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছিলেন, ল অফিসারদের নিয়ে তাঁর সতর্কতা উপেক্ষা করার জন্য।

English summary
Ban western clothes on ministers, demands Subramanian Swami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X