পাকিস্তানের হাতের খেলনা বিরোধীরা! বালাকোটের হামলা পুলওয়ামার বদলা নয়, বললেন জেটলি
পুলওয়ামায় জঙ্গি হামলার বদলা নিতে বালাকোটে বিমান হানা হয়নি। এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, গোয়েন্দা সূত্রে খবর ছিল সেখানে বড় সংখ্যায় জঙ্গিরা জড়ো হয়েছে ট্রেনিং ক্যাম্পগুলিতে। সেখানে চলছে ট্রেনিং। এরপরই বালাকোটে বিমান হানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলওয়ামার হামলায় প্রধান অভিযুক্ত এবং অন্যদের আমাদের সেনাবাহিনী নিকেশ করেছে। যদি পুলওয়ামার ঘটনা নাও ঘটত তাহলেও বালাকোটে বিমান বাহিনীর হানা চলত বলে মন্তব্য করেছেন অরুণ জেটলি। তিনি বলেছেন, গোয়েন্দা সূত্রে খবর ছিল সেখানে বড় সংখ্যায় জঙ্গিরা জড়ো হয়েছে ট্রেনিং ক্যাম্পগুলিতে। সেখানে হামলা চালানো হয়েছে জঙ্গিদের মারতে। তিনি বলেছেন, আমরা দীর্ঘদিন অপেক্ষা করতে পারি না, কবে জঙ্গিরা আসবে, তারপর তাদের মারা হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন অরুণ জেটলি।
জেটলি অভিযোগ করে বলেছেন, যখন পুরো দেশ একসঙ্গে, তখন দেশের ২৯ টি বিরোধী দল জইশ-ই মহম্মদের ট্রেনিং ক্যাম্পে জঙ্গি হানা নিয়ে প্রশ্ন তুলেছে। আর এই জইশ-এর হামলায় পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। বিমান হানার প্রমাণ দাবি করা বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করেছেন জেটলি।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে প্রচার গান! প্রকাশ করল বিজেপি]
এর আদে ২০১৬-র সেপ্টেম্বরে হাওয়া সার্জিক্যাল স্ট্রাইক এবং দুটি জায়গায় বিমান বাহিনীর হানার ঘটনার উল্লেখ করে জেটলি বিরোধীদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভাষায় কথা বলছেন বিরোধীরা।
[আরও পড়ুন:রাহুলের 'ন্যায়'-এর সমর্থনে ব্যাট ধরলেন রঘুরাম রাজন! প্রাক্তন আরবিআই গর্ভনর যা বললেন ]
যখন বালাকোটে বিমান হামলা নিয়ে একসঙ্গে কথা বলা উচিত, তখন ২৯ টি বিরোধী দল বিমান হানা নিয়েই সন্দেহ প্রকাশ করল। প্রমাণ চাই। অভিযোগ তুলল লোকসভা ভোটের দিকে লক্ষ্য রেখে রাজনৈতিক সুবিধা পেতে পুলওয়ামার হামলা ঘটনা ঘটানো হয়েছে। বিরোধীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভাষায় কথা বলছেন। পাকিস্তানের হাতের
খেলনা হয়ে গিয়েছেন বিরোধীরা। অভিযোগ করেছেন অরুণ জেটলি।
[আরও পড়ুন: উস্কানিমূলক মন্তব্য! বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল, সিপিএম]