For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বালাকোটে 'সার্জিক্যাল স্ট্রাইক ২.০'-র গোপন 'কোড' কী ছিল ! প্রকাশ্যে নয়া তথ্য

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের ফেব্রুয়ারির ১৪ তারিখ, কাশ্মীরের রাস্তায় কার্যত রক্তবন্যা বইয়ে দিয়েছিল পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। পুলওয়ামায় ভারতীয় সেনার কনভয়ে নৃশংস হামলার পর , ভারত সময় নিয়েছিল ২৫ ফেব্রুয়ারির পর্যন্ত। আর সেইদিন রাত ৩ টে নাগাদ ১২ টি মিরাজ ২০০০ য়ুদ্ধবিমান গিয়ে গুঁড়িয়ে দিয়ে এসেছিল পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি। গোটা অপরেশনের নেপথ্যের বেশ কিছু ঘটনা আসতে শুরু করেছে প্রকাশ্যে। সর্বভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' র প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এই সংক্রান্ত চাঞ্চল্যকর কিছু খবর।

 ভারতের কাছে 'টার্গেট' স্পষ্ট ছিল

ভারতের কাছে 'টার্গেট' স্পষ্ট ছিল

ভারতীয় সেনার কাছে নিজেদের টার্গেট খুবই স্পষ্ট ছিল। গোটা বিষয়টিই গোয়েন্দা তথ্য ভিত্তিক ছিল। কোনও মতেই পাকিস্তানের সেনাকে আক্রমণ করা হবে না বলে ভারতীয় সেনা ঠিক করে ফেলেছিল। টার্গেট শুধুমাত্র ছিল পাকিস্তানের জঙ্গিরা। বালাকোটে জইশ জঙ্গিদের প্রশিক্ষণ শিবির সেই রাতে ভারতীয় সেনার নিশানায় ছিল।

 'কোডনেম' কী ছিল?

'কোডনেম' কী ছিল?

পাকিস্তানের বিরুদ্ধে চলা এই জঙ্গিদমন অভিযানের 'কোডনেম' ঘিরে তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্য়ম 'ইন্ডিয়া টুডে'। সংবাদমাধ্যম জানাচ্ছে, এই অপরেশনের 'কোড নেম' ছিল 'অপরেশন বন্দর'। শুনে খানিকটা অবাক লাগলেও, এত হাইপ্রোফাইল অপরেশনকে এভাবেই সম্বোধন করা হয়েছে।

 পাকিস্তানের জবাবের পাল্টা

পাকিস্তানের জবাবের পাল্টা

ভারতের এই অভিযানের পর পাকিস্তান ২৭ ফেব্রুয়ারি সকালে ভারতের আকাস সীমায় ঢুকতে যায়। সেই সময় ভারতীয় বায়ুসেনার তরফে মিগ নিয়ে পাকিস্তানি সেনার যুদ্ধবিমানের দিকে ধাওয়া করেন উইং কামান্ডার অভিনন্দন বর্তমান। এরপর তিনি পাকিস্তানের মাটিতে গিয়ে অবতরণে বাধ্য হন , ধরা পড়েন পাক সেনার হাতে। যদিও ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ভারত সব আন্তর্জাতিক মহলের চাপ পাকিস্তানের ওপর বাড়তে থাকায় , এদেশের বীর পাইলটকে ছাড়তে বাধ্য় হয় পাকিস্তান।

English summary
Balakot airstrike mission was codenamed Operation Bandar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X