For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির অস্ত্রেই বিজেপিকে মাত দিতে চাইছে আম আদমি পার্টি! দিল্লিতে এবার 'সুন্দরকাণ্ড' এ

হনুমান ভক্তি: বিজেপির অস্ত্রেই বিজেপিকে মাত দিতে চাইছে আম আদমি পার্টি! দিল্লিতে এবার 'সুন্দরকাণ্ড' এ

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচনের প্রচার পর্ব মিটতেই ফের একবার বজরংবলীর পুজো ঘিরে রীতিমতো তোলপাড় রাজধানী দিল্লির রাজনীতি। দিল্লির নির্বাচনে হনুমান ভক্তি প্রচার ঘিরে পারদ চড়তে থাকে বিজেপি বনাম বিরোধী পার্টিগুলির মধ্যে। আর ভোটর পর এবার বিজেপির সেই চেনা অস্ত্রেই গেরুয়া শিবিরকে মাত দিতে চাইছেন বিরোধী শিবিরের আম আদমি পার্টি নেতা সৌরভ ভরদ্বাজ।

রামায়ণের সুন্দর কাণ্ডের আয়োজন

রামায়ণের সুন্দর কাণ্ডের আয়োজন

'রামায়ণ'-এর সুন্দরকাণ্ড ঘিরে এবার প্রতি মঙ্গলবার বিশেষ পুজোর আয়োজন করবেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। তিনি একটি টুইট বার্তায় এমন কথা জানিয়েছেন। উল্লেখ্য, হনুমান পুজো নিয়ে আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালকে বিঁধতে ছাড়েননি বিজেপি নেতারা।

 বিজেপির অস্ত্রেই বিজেপিকে মাত

বিজেপির অস্ত্রেই বিজেপিকে মাত

উল্লেখ্য, বিজেপির কট্টর হিন্দুত্বের নীতিকে পাল্টা তোপ দিতেই এমন সিদ্ধান্ত আম আদমি পার্টির নেতার। এমনই বক্তব্য দিল্লির একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞের। তাঁদের দাবি, যেভাবে কট্টর হিন্দুত্বের নীতিতে বিজেপি এগিয়ে যাচ্ছে, সেই একই পন্থা নিয়ে বিজেপিকে রাজধানীর বুকে জোরালো টক্কর দিতে চলেছে আম আদমি পার্টির নেতা।

সুন্দরকাণ্ডের আয়োজন নিয়ে কোন ঘোষণা

সুন্দরকাণ্ডের আয়োজন নিয়ে কোন ঘোষণা

আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে, প্রতিটি সপ্তাহের মঙ্গলবার সুন্দরকাণ্ড আয়োজিত হবে সাড়ে চারটে নাগাদ। চিরাগ দিল্লির প্রাচীন শিবমন্দিরে এমন সুন্দরকাণ্ড আয়োজিত হবে বলে জানিয়েছেন তিনি। আর আম আদমি নেতার এমন দাবি আসন্ন দিল্লি পুর নির্বাচনকে সামেন রেখেই করা হচ্ছে বলে মনে করছেন অনেকে।

 কেজরি শিবিরের লক্ষ্যে পুর নির্বাচন

কেজরি শিবিরের লক্ষ্যে পুর নির্বাচন

উল্লেখ্য, দিল্লিতে আসন্ন সময়ে আয়োজিত হতে চলেছে পুর নির্বাচন। দিল্লির বিভিন্ন জায়গার পুরসভায় দাপটের সঙ্গে রয়েছে বিজেপি। আর সেই পুরভোটেও বিজেপিকে উৎখাত করার দিকে লক্ষ্য নিয়েই আম আদমি পার্টি লড়াইয়ের ময়দানে নামবে বলে মনে করা হচ্ছে।

English summary
Bajrangbali Puja by AAP leader, Sundar Kand on first Tuesday of every month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X