For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার কার্ড দেখে প্রবেশের অনুমতি গরবা-ডান্ডিয়া অনুষ্ঠানে, হুলিয়া জারি বজরং দলের

কোনও অহিন্দু যাতে প্রবেশ করতে না পারে সেকারণে নবরাত্রির গরবা-ডান্ডিয়া নাচের অনুষ্ঠানে তার জন্য নতুন হুলিয়া জারি করেছে বজরং দল।

Google Oneindia Bengali News

কোনও অহিন্দু যাতে প্রবেশ করতে না পারে সেকারণে নবরাত্রির গরবা-ডান্ডিয়া নাচের অনুষ্ঠানে তার জন্য নতুন হুলিয়া জারি করেছে বজরং দল। আধার কার্ড দেখে সেইসব অনুষ্ঠানে যোগদানকারীদের প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ জারি করেছে তারা। ইতিমধ্যেই উদ্যোক্তাদের কাছে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

আধার কার্ড দেখে প্রবেশের অনুমতি গরবা-ডান্ডিয়া অনুষ্ঠানে, হুলিয়া জারি বজরং দলের

নবরাত্রি উপলক্ষ্যে মূলত গুজরাটেই ডান্ডিয়া এবং গরবা নাচের অনুষ্ঠান বেশি হয়। অনেকটা দুর্গাপুজোর মতোই পাড়ায় পাড়ায় বসে সেই নাচের আসর। সব ধর্মের মানুষই এই নাচের অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু এবার বজরং দল নতুন হুলিয়া জারি করেছে। অহিন্দুরা যাতে এই নাচের অনুষ্ঠানে যোগ দিতে না পারেন সেকারণে আধার কার্ড দেখে অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য উদ্যোক্তাদের নির্দেশ দিয়েছে বজরং দল। শুধু তাই নয় অহিন্দু বাউন্সাররাও যাতে অনুষ্ঠানের নিরাপত্তায় না থাকে সেদিকেও নজর দিতে বলেছে তারা।
বজরং দলের আহ্বায়ক এস কৈলাস অভিযোগ করেছেন, অহিন্দুরা এই নাচের অনুষ্ঠানে অংশ নিয়ে অনেক সময়ই অশান্তি তৈরি করে থাকে। গরবা-ডান্ডিয়া নাচের অনুষ্ঠানে মূলত মেয়েরাই বেশি অংশ নিয়ে থাকে। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে অহিন্দুরা এই অনুষ্ঠানে ঢুকে মেয়েদের উত্যক্ত করেছে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করেছে।
নজরদারিতে যাতে কোনও ত্রুটি না থাকে সেকারণেই অহিন্দু বাউন্সার নিয়োগের কথা বলা হয়েছে উদ্যোক্তাদের। শুধু তাই নয় যাতে অনুষ্ঠানে কোনও অশান্তি না হয় সেটা দেখার জন্য বজরং দলের কর্মীরা থাকবেন। তাঁরাও আলাদা ভাবে নজরদারি চালাবেন।

English summary
Bajrang Dal has urged 'Garba' organisers to make Aadhar Card mandatory at entry points
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X