ভ্যালেন্টাইন্স ডে-র প্রাক্কালে জারি বজরং দলের চাঞ্চল্যকর ফরমান
দুই রাত পোহালেই প্রেম দিবস। একটা গোটা দিন প্রেমের জন্য বরাদ্দ। সারা বিশ্বের সঙ্গে এদেশেও ভ্যালেন্টাইন্স ডে নিয়ে উন্মাদনার পারদ। এদিকে, ভ্যালেন্টাইন্স ডে পালন রুখতে কোমর বেঁধে প্রস্তুত গেরুয়া শিবির বজরং দল। ইতিমধ্যেই হায়দরাবাদে তারা জারি করে দিয়েছে দলের ফরমান।

সোমবার হায়দরাবাদের বানজারা হিলস ও জুবিলি হিলসের বিভিন্ন জায়গায় তথা রেস্টুরেন্টগুলিতে গিয়ে বজরং দলর সদস্যরা জানিয়েছেন, কোনওভাবেই ভ্যালেন্টাইন্স ডে-র দিন আয়োজন করা যাবে না কোনও রকমের পার্টি। ভ্যালন্টাইন্স ডে-র দিন কোনও রকমের উদযাপন করাই ভারতের সংস্কৃতির বিরোধী। উল্লেখ্য, এর আগেও বহু জায়গায় এই দিনটি পালনের ক্ষেত্রে হিংসাত্মক মনোভাব দেখিয়েছে এই দল।
এদিকে, বজরং দলের এই ফরমান ঘিরে রীতিমত নিরাপত্তার কড়াকড়ি রয়েছে হায়দরাবাদ জুড়ে। সেখানে যেকোনও রকমের হিংসাত্মক পরিস্থিতি রুখতে পুলিশ প্রশাসন তৎপর বলে জানিয়েছে।