For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে যাওয়ার শাস্তি! সিধুর মাথার দাম ঘোষণা বজরং দলের

পাকিস্তানে গিয়ে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে কোলাকুলি করেছেন সিধু। যার পরই বজরং দল সিধুর মাথার দাম ঘোষণা করেছে।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানে নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে সেদেশে গিয়ে তোপের মুখে পড়েছেন পঞ্জাবের কংগ্রেস নেতা ও মন্ত্রী নভজ্যোত সিং সিধু। পাকিস্তানে গিয়ে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে কোলাকুলি করেছেন সিধু। যা নিয়ে ভারতে একটি শ্রেণি অসন্তোষ প্রকাশ করেছে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই বজরং দল সিধুর মাথার দাম ঘোষণা করেছে।

পাকিস্তানে যাওয়ার শাস্তি! সিধুর মাথার দাম ঘোষণা বজরং দলের

বজরং দলের আগ্রা জেলা সভাপতি সঞ্জয় জাট জানিয়েছেন, কেউ সিধুর মাথা কেটে আতে পারলে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এমনকী সাংবাদিক সম্মেলন করে তিনি ৫ লক্ষ টাকার চেকও তুলে ধরেছেন।

[আরও পড়ুন:কেরলের বন্যা শুধুই 'গুরুতর', 'জাতীয় বিপর্যয়' নয়! রাহুলের দাবি নস্যাৎ মোদী সরকারের][আরও পড়ুন:কেরলের বন্যা শুধুই 'গুরুতর', 'জাতীয় বিপর্যয়' নয়! রাহুলের দাবি নস্যাৎ মোদী সরকারের]

সিধুর কোলাকুলির ঘটনা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়েরও পছন্দ হয়নি। তিনি খোলাখুলি বলেছেন, সিধুর এটা করা উচিত হয়নি। আমি এর পক্ষে নই। সিধুর এটা বোঝা উচিত ছিল যে আমাদের সেনা প্রতিদিন মারা যাচ্ছে। গত কয়েকমাসে সেই সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে, বলেছেন অমরিন্দর।

[আরও পড়ুন: উপার্জন নিয়ে চ্যালেঞ্জ! সিআইডির বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন আইপিএস-এর][আরও পড়ুন: উপার্জন নিয়ে চ্যালেঞ্জ! সিআইডির বিরুদ্ধে মামলার হুমকি প্রাক্তন আইপিএস-এর]

এদিকে শুধু সমালোচনা ও হুমকিই নয়, সিধুর বিরুদ্ধে বিহারের আদালতে রাষ্ট্রদ্রোহিতার মামলাও দায়ের হয়েছে। মুজফফরপুর সিজেএম আদালতে আইনজীবী সুধীর ওঝা এই মামলা দায়ের করেছেন। পাক সেনাপ্রধান বাজওয়াকে আলিঙ্গন করায় এই মামলা করা হয়েছে।

[আরও পড়ুন: রাফালে নিয়ে রাহুলকে চিঠি! অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষোভ অনিলের][আরও পড়ুন: রাফালে নিয়ে রাহুলকে চিঠি! অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষোভ অনিলের]

English summary
Bajrang Dal announces rs 5 lakh for Navjot Singh Sidhu's head, for going to Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X