For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বস্তি মিলল না শাহরুখ-পুত্রের! আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করল আদালত

এবারও মিলল না শাহরুখ পুত্রের জামিন। আজ বুধবার সকাল থেকে আরিয়ান খানের জামিনের আবেদন সংক্রান্ত বিষয়ে শুনানি চলে আদালতে। জামিনের তীব্র বিরোধিতা করেন এনসিবি'র আইনজীবীরা। দীর্ঘ সওয়াল জবা

  • |
Google Oneindia Bengali News

এবারও মিলল না শাহরুখ পুত্রের জামিন। আজ বুধবার সকাল থেকে আরিয়ান খানের জামিনের আবেদন সংক্রান্ত বিষয়ে শুনানি চলে আদালতে। জামিনের তীব্র বিরোধিতা করেন এনসিবি'র আইনজীবীরা। দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত শাখরুখ-পুত্রের জামিনের আবেদন খারিজ করে দেয়।

ফলে আপাতত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ানকে। শুধু আরিয়ান খান নয়, তাঁর সঙ্গে আরও দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ করে দেয় আদালত।

শাহরুখের বাড়ির সামনে ভিড়

শাহরুখের বাড়ির সামনে ভিড়

এদিকে সকাল থেকেই মান্নতের সামনে ভিড় জমাতে দেখা যায় শাহরুখ অনুগামীদের। তাঁদের সবার আজ একটাই প্রার্থনা ছিল। আজ যাতে বুধবার শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর হয়ে যায়। আর এই প্রার্থনা করে এমন শাহরুখের পাশে রয়েছে আমরা এই বার্তা নিয়েই মুম্বইতে তাঁর বাড়ির সামনে ভিড় জমান অসংখ্য অনুগামী। তবে নিম্ন আদালতে এদিনও আরিয়ান খানের বেল বাতিল হয়ে যাওয়াতে আজও মান্নতে যেন শোকের স্তব্ধতা। কাউকেই বাড়ির বাইরে আসতে দেখা যায়নি।

বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন

বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন

তবে এদিনও নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়াতে শীর্ষ আদালতে যেতে পারেন আরিয়ান খানের আইনজীবীরা। জানা যাচ্ছে, বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন করতে চলেছেন আইনজীবীরা। তবে কবে এই মামলা ফাইল করবেন সে বিষয়ে এখনও কোনও কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে এই সপ্তাহের শেষেই হয়তো হাইকোর্টে শাহরুখ-পুত্রের জামিনের আবেদন জানাতে পারেন আইনজীবীরা। তবে আগামী কয়েকদিন যে আর্থার রোডেই আরিয়ানকে কাটাতে হবে তা কার্যত নিশ্চিত।

নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে চ্যাট ফাঁস!

নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে চ্যাট ফাঁস!

এদিন মামলার শুনানিতে একাধিক বিষয়কে তুলে ধরেন এনসিবি'র আইনজীবীরা। তবে এক উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে লম্বা চ্যাট করেন আরিয়ান। সেই পুরো চ্যাট এখন তদন্তকারীদের হাতে। আরিয়ানের বিরুদ্ধে এই চ্যাটকে হাতিয়ার বানাতে চাইছে এনসিবি। এছাড়াও আদালতে আইনজীবীরা জানান, শাহরুখ-পুত্রের সঙ্গে ড্রাগ মাফিয়াদের যোগ রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকদিনই ড্রাগ আরিয়ান নিতেন বলেও দাবি আইনজীবীদের। দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত জামিনের আবেদন খারিজ করে দেয়।

সত্যমেব জয়তে

সত্যমেব জয়তে

মুম্বই সেশন কোর্টে শাহরুখ-পুত্র আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হওয়া নিয়ে কোনও অক্তব্য দিতে চাননি NCB কর্তা সমীর ওখান্ডে। তবে সাংবাদিকদের চাপের মুখে তাঁর সংক্ষিপ্ত জবাব, সত্যমেব জয়তে। অর্থাৎ শাহরুখ-পুত্রকে গ্রেফতারের পর থেকেই একাধিক অভিযোগ সামনে আসছে। কখনও তাঁর বিরুদ্ধে প্রশ্ন উঠছে তো আবার কখনও রাজনীতি নিয়েও সমালোচনার মুখে পড়তে হচ্ছে NCB-কে। এই অবস্থায় তাঁর এই জবাব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল। NCB যে সত্যের পথেই চলছে তা বুঝিয়ে দিলেন সমীর ওখান্ডে তাঁর জবাবের মধ্যে।

English summary
Bail plea of Aryan Khan rejected in drug case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X