For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে ধৃত অভিযুক্তের জামিন নিয়ে যে নির্দেশ দিল আদালত

হরিয়ানার রায়ান ইন্টারন্য়াশনাল স্কুলের ৭ বছরের পড়ুয়া প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে অভিযুক্তের জামিন খারিজ করল আদালত।

  • |
Google Oneindia Bengali News

হরিয়ানার রায়ান ইন্টারন্য়াশনাল স্কুলের ৭ বছরের পড়ুয়া প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে অভিযুক্তের জামিন খারিজ করল আদালত। ১৬ বছরের ওই অভিযুক্ত ছাত্র এই খুনের ঘটনায় আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। এই বিষয়ে অ্যাডিশনাল সেশনস জাজ জসবির সিং অভিযুক্তকে জামিনের মুক্তির বিষয়টি খারিজ করে দেন। এর আগে এই মামলায় বাদী বিবাদী দু'পক্ষের মধ্যে বেশ খাকিক্ষণ তর্ক হয় আদালতে।

প্রদ্যুম্ন হত্যাকাণ্ডে ধৃত অভিযুক্তের জামিন নিয়ে যে নির্দেশ দিল আদালত

[আরও পড়ুন:ফের আইনসিদ্ধ হতে পারে সমকামিতা! ৩৭৭ ধারা নিয়ে নতুন শুনানির পথে সুপ্রিম কোর্ট][আরও পড়ুন:ফের আইনসিদ্ধ হতে পারে সমকামিতা! ৩৭৭ ধারা নিয়ে নতুন শুনানির পথে সুপ্রিম কোর্ট]

অভিযুক্তরে পক্ষে আইনজীবী জানিয়েছেন , জুভেনাইল অ্যাক্ট অনুযায়ী চার্জশিট এক মাসের মধ্যে ফাইল করা হয়নি। আর তাছাড়াও প্রয়োজনীয় তথ্যাদি তুলে দেওয়া হয়নি অভিযুক্তের কাছে। এর পাল্টা জবাবে সিবিআই জানায়, চার্জশিটের জন্য সময়সীমা ৯০ দিন সিআরপিসি প্রভিসন অনুযায়ী। ফলে সব শোনার পর, অভিযুক্তকে জামিন দেননি বিচারক।

প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর হরিয়ানার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ৭ বছরের ছাত্র প্রদ্যুম্নকে গলা কেটে খুন করা হয়। ছোট্ট ওই শিশুর রক্তাক্ত দেহ পড়ে থাকে স্কুলের ওয়াশরুমে। তারপরই সন্দেহের তালিকায় থাকা বহু ব্যাক্তিকে পুলিশ গ্রেফতার করলেও, শেষমেশ ধরা পড়ে একাই স্কুলের ১৬ বছরের আরেক ছাত্র। রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ১১ ক্লাসের ওই ছাত্র আপাতত পুলিশ হেফাজতে রয়েছে।

[আরও পড়ুন:বিজেপি শাসিত এই রাজ্যটিতে ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানো নিয়ে জারি নয়া নির্দেশ ][আরও পড়ুন:বিজেপি শাসিত এই রাজ্যটিতে ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানো নিয়ে জারি নয়া নির্দেশ ]

English summary
A sessions court today rejected the bail plea of a 16-year-old student, accused of killing 7-year- old Pradhuman Thakur at the Ryan International School here.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X