For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর মাত্র একটা মাস, তারপরেই শনির দশা কাটবে সচিন পাইলটের, গণনা করলেন নাম করা জ্যোতিষী

আর মাত্র একটা মাস, তারপরেই শনির দশা কাটবে পাইলটের, গণনা করলেন নাম করা জ্যোতিষী

Google Oneindia Bengali News

সময় বদলাবেই। আর মাত্র একমাস ভাগ্যের ফের ভোগ করতে হবে সচিন পাইলটকে। সেপ্টেম্বর মাস থেকেই কেটে যাবে শনির দশা। কংগ্রেস নেতা সচিন পাইলটের ভাগ্যের গণনা করে বসেছেন রাজস্থানের নামকরা জ্যোতিষী বিনোদ শাস্ত্রী। কিন্তু গ্রহের ফেরে সেপ্টেম্বরের আগে পর্যন্ত সংকটেই কাটবে পাইলটের। এমনটাই জানিয়েছেন তিনি।

ভাগ্য বদলের বার্তা জ্যোতিষীর

ভাগ্য বদলের বার্তা জ্যোতিষীর

সচিনের ভাগ্য বদলের দিন ঘনীয়ে আসছে। আর মাত্র ১ মাসের অপেক্ষা তারপরেই গ্রহ নক্ষত্রের দিশা বদলাতে শুরু করবে। এমনই গণনা করেছেন রাজস্থানের নাম করা জ্যোতিষী বিনোদ শাস্ত্রী। ধীরে ধীরে সুদিন ফিরবে অগস্ট মাস থেকে।

জুলাই পর্যন্ত গ্রহের ফের

জুলাই পর্যন্ত গ্রহের ফের

জুলাই মাস পর্যন্ত গ্রহের ফের ভোগ করতে হবে সচিন পাইলটকে। অগস্টেও চলবে ভাগ্যের টানাপোড়েন। সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্য বদলাতে শুরু করবে। সুদিন ফিরে আসচে সচিনের জীবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেবেন সচিন এমনই জানিয়েছেন রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান বিনোদ শাস্ত্রী।

আগেও সচিনের ভাগ্য গণনা করেছেন

আগেও সচিনের ভাগ্য গণনা করেছেন

বিনোদ শাস্ত্রী জানিয়েছেন সচিনের বাবা রাজেশ পাইলটের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। রাজেশ যখন সাংসদ হননি তখন থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ। রাজেশ পাইলটের স্ত্রী এবং সচিন পাইলটের মা ভীষণ বিশ্বাস করেন তাঁর গণনায়। এখনও পর্যন্ত ৪ বার সচিনের ভাগ্য গণনা করেছেন তিনি।

অশোকের ভাগ্যে কী আছে

অশোকের ভাগ্যে কী আছে

বিনোদ শাস্ত্রীকে অশোক গেহলটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান। যেহেতু অশোকের জন্মতারিখ তিনি জানেন না তাই অশোকের ভাগ্যের গণনা করতে পারবেন না। তবে সচিনের ভাগ্য যে ফিরবেই সেটা নিশ্চিত করে জানিয়েছেন িতনি।

ক্রমাগত ভারী বৃষ্টিতে মুম্বইতে ভেঙে পড়ল দু’‌টি বাড়ি, মৃত ২, আহত ১৫ ক্রমাগত ভারী বৃষ্টিতে মুম্বইতে ভেঙে পড়ল দু’‌টি বাড়ি, মৃত ২, আহত ১৫

English summary
Bad phase of Sachin Pilot will be gone from september says renowned Astrologer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X