For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব উষ্ণায়ন নয়, সমুদ্রের জলস্তর বাড়ার 'অন্য কারণ' সামনে আনলেন বাবুল সুপ্রিয়

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবার রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায় ভারতীয় উপকূলে সমুদ্রের জলস্তর গত পাঁচ দশকে ৮.৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সমুদ্রতটের এই অস্বাভাবিক উত্থানের জন্য তিনি সুনামি ও বিভিন্ন সামুদ্রিক ঝড়কেও দায়ী করেন। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে জবাবে দেশের পরিবেশ দফতরের প্রতিমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনকে সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতার কারণ হিসাবে মনে করাটা ঠিক নয়।”

বিশ্ব উষ্ণায়ন নয়, সমুদ্রের জলস্তর বাড়ার অন্য কারণ সামনে আনলেন বাবুল সুপ্রিয়


এদিন তিনি সংসদের উচ্চ কক্ষে তাকে বলতে শোনা যায়, “ প্রতি বছর গড়ে ভারতীয় উপকূলে সমুদ্রের স্তর প্রায় ১.৭০ মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। যার অর্থ গত ৫০ বছরে ভারতীয় উপকূলে সমুদ্রের স্তর মোট ৮.৫ সেন্টিমিটার বেড়েছে। ” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “একাধিক উপগ্রহ চিত্রে দেখা যায় উত্তর ভারত মহাসাগরের বিগত কয়েক দশক ধরেই এই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রবণতা জারি রয়েছে। ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে প্রতিবছর গড়ে ৬.১মিমি হারে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। ”

সুনামি, সামুদ্রিক ঝড়ের তীব্রতা, উপকূলীয় বন্যা এবং উপকূলীয় ক্ষয়ের মতো একাধিক কারণে প্রধানত নিচু উপকূলবর্তী অঞ্চল গুলিতে জলের স্তর বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন এই কেন্দ্রীয় মন্ত্রী।

অন্যদিকে সম্প্রতি, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে জাতিসংঘের জানায় দ্রুত অত্যধিক কার্বন নিঃসরণ যদি বন্ধ না করা যায় তবে তবে ২১০০ সালের আগে বিশ্বব্যাপী সমুদ্রের স্তর কমপক্ষে ১ মিটার বৃদ্ধি পাবে। পৃথিবীর একাধিক দেশ ও অচিরেই জলের তলায় চলে যাবে। মুম্বই ও কলকাতা সহ শতাধিক শহরও নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

English summary
Not only because of global warming, but because of maritime storms sea level is rising, comments Babul Supriyo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X