For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবরি মসজিদের ধ্বংসাবশেষ চেয়ে পদক্ষেপ নিতে পারে অ্যাকশন কমিটি! আইনি পথে কোন উদ্য়োগ

বাবরি মসজিদের ধ্বংসাবশেষ চেয়ে পদক্ষেপ নিতে পারে অ্যাকশন কমিটি! আইনি পথে কোন উদ্য়োগ

  • |
Google Oneindia Bengali News

বাবরি মসজিদের ধ্বংসাবশেষ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। কমিটির তরফে জফরইয়াব জিলানি বলেছেন, অযোধ্যায় স্থানীয় মুসলিমদের তিনি নির্দেশ দিয়েছেন এই ধ্বংসাবশেষ যেন এক জায়গায় স্তূপিকৃত করা হয়।

কমিটির কোন দাবি?

কমিটির কোন দাবি?

বাবরি অ্যাকশন কমিটির তরফে জিলানি জানিয়েছেন যে, আগামী সপ্তাহে দিল্লিতে তাঁরা ঘটনার রূপরেখা তৈরি করতে উদ্যোগ নেবেন। তাঁরা সকলে মিলে যাতে এই ধ্বংসাবশেষের অধিকার দাবি করতে পারেন, তা নিয়ে ভাবনা চিন্তা করেছেন জিলানি।

১৯৯২ সালের অগিনিগর্ভ মুহূর্ত

১৯৯২ সালের অগিনিগর্ভ মুহূর্ত

১৯৯২ সালে দেশের এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে হবাবরি মসজিদ ধ্বংস করা হয়। প্রসঙ্গত, সেই সময়ের ধ্বংসাবশেষ দাবি দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একটি বড় ঘটনা হতে পারে , বলে মনে করা হচ্ছে।

রামমন্দির ট্রাস্ট ও ধ্বংসাবশেষ বিতর্ক

রামমন্দির ট্রাস্ট ও ধ্বংসাবশেষ বিতর্ক

একদিকে দেশের প্রধানমন্ত্রী রামমন্দির ট্রাস্টের ঘোষণা যখন করে দিয়েছেন, তখন অন্যদিকে বাবরি মসজিদের ধ্বংসাবেশের অধিকার দাবি নিয়ে জোরালো পদক্ষেপের পথে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। বোর্ডের তরফে দাবি, রাম মন্দির নির্মাণ কাজের আগে সতর্কতার সঙ্গে সরিয়ে নিতে হবে বাবরি মসজিদের ধ্বংসাবশেষ।

কোথায় রাখা হবে এই ধ্বংসাবশেষ?

কোথায় রাখা হবে এই ধ্বংসাবশেষ?

অযোধ্যার এক নামী মৌলবি সইদ আহমস জাানিয়েছেন , বাবরি মসজিদের ধ্বংসাবশেষ রাখবার জন্য একটি জায়গার বন্দোবস্ত করেছেন তিনি। এমন পরিস্থিতিতে এই ইস্যু কোনদিকে গড়ায় সেদিকে নজর ওয়াকিবহাল মহলের।

ঘনিষ্ঠ আধিকারিকের গ্রেফতারির পর মুখ খুললেন মনীশ সিসোদিয়াঘনিষ্ঠ আধিকারিকের গ্রেফতারির পর মুখ খুললেন মনীশ সিসোদিয়া

English summary
Babri Masjid issue, Action Committe May claim Debris of Demolished Mosque , May move to SC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X