For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার আতঙ্কের মাঝেই গির জঙ্গলে ২৩ সিংহের মৃত্যু

করোনার আতঙ্কের মাঝেই গির জঙ্গলে ২৩ সিংহের মৃত্যু

Google Oneindia Bengali News

আমেরিকার চিড়িয়াখানায় কয়েকদিন আগেই এক বাঘের দেহে করোনার নমুনা পাওয়া গিয়েছে। আর এরপরও সেখানে এক বেড়ালের দেহে কোভিড ১৯ পাওয়া গিয়েছিল। এবার গুজরাতের গির ন্যাশনাল ফরেস্ট-এ ২৩ টি এশিয়াটিক সিংহের মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

করোনার আতঙ্কের মাঝেই গির জঙ্গলে ২৩ সিংহের মৃত্যু

তবে করোনা সংক্রমণ নয়, গুজরাতের গির জঙ্গলের সিংহদের এঁটুলি পোকাজনিত এক রোগে প্রাণহানি হয়েছে। বেবসিওসিস নামের একটি রোগে মারা যায় ওই সিংহগুলি। এদিকে, পরজীবীর এই রোগে এক পশুর দেহে বসবাস শুরু করে। আর সেই পশুর দেহ থেকে যাবতীয় খাদ্যরস গ্রহণ করতে থাকে, ফলে পশুটি নিস্তেহ ও অসুস্থ হয়ে যায়। মূলত , পশুর শরীরের রক্তের আরবিসি এরা শুষে নেয়। ফলে অসুস্থতা দেখা দেয়। গির জঙ্গলে মহাবলশালী ২৩ সিংহের দেহেও এমনটাই ঘটেছে।

স্বস্তির বার্তা এটাই যে এই প্যারাসাইট থেকে রোগ ছড়ায়না। এদিকে ২৩ সিংহের মৃত্যুর পর এই রোগে আরও ১৮ সিংহ আক্রান্ত হয়েছে। তাদের তিকিৎসা চলছে স্থানীয় পশু হাসপাতালে।

গোটা গির জঙ্গলে এই বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে যেখানে জলাশয় রয়েছে তার আশপাশের সমস্ত গাছগাছালি ও আগাছা পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ সেখানেই এই পরজীবীদের বাস থাকে বলে মমে করা হচ্ছে।

সংক্রমণের তৃতীয় দিনেই ঘ্রাণ শক্তি লোপ পাচ্ছে বেশিরভাগ করোনা আক্রান্তেই, বলছে গবেষণা সংক্রমণের তৃতীয় দিনেই ঘ্রাণ শক্তি লোপ পাচ্ছে বেশিরভাগ করোনা আক্রান্তেই, বলছে গবেষণা

English summary
Babesiosis outbreak in Gujarat’s Gir forest claims lives of 23 lions
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X