For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, দেশজুড়ে চিকিৎসক‌দের ব্ল্যাক ডে পালন

রামদেবের বিতর্কিত অ্যালোপ্যাথি মন্তব্যের জের, দেশজুড়ে চিকিৎসক‌দের ব্ল্যাক ডে পালন

Google Oneindia Bengali News

অ্যালোপ্যাথি ও আধুনিক ওষুধ নিয়ে যোগগুরু রামদেবের বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে চিকিৎসকরা প্রতিবাদ স্বরূপ ব্ল্যাক ডে পালন করছেন। দেশের একাধিক হাসপাতালের কর্মীরা এই প্রতিবাদে সামিল হয়ে হাতে প্ল্যাকার্ড ধরে পতঞ্জলী আয়ুর্বেদের প্রতিষ্ঠাতাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি যে মন্তব্য করেছেন তার জন্য তাঁকে নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে।

পিপিই কিটে বার্তা লিখে প্রতিবাদ

পিপিই কিটে বার্তা লিখে প্রতিবাদ

২৯ মে এই প্রতিবাদের আহ্বান জানানোর পর ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের (‌ফোর্ডা)‌ পক্ষ থেকে বলা হয় যে এই প্রতিবাদের কারণে কোনওভাবেই যেন স্বাস্থ্য পরিষেবা ব্যাহত না হয়। কিছু কিছি চিকিৎসক ডিউটি চলাকালীন তাঁদের পিপিই কিটে বার্তা লিখে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন। এক শীর্ষ ফোর্ডা অধিকর্তা বলেন, '‌অ্যালোপ্যাথির শৃঙ্খলা নিয়ে কথা বলার যোগ্য নন রামদেব, তিনি যে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আজ সকাল থেকে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে। এটি মহামারিতে দিনের পর দিন লড়াই করে আসা ডাক্তারদের মনোবলকে প্রভাবিত করেছে। আমরা তাঁর কাছে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাই বা মহামারি রোগ আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছি।'‌

 কালো রিবন হাতে বেঁধে প্রতিবাদ

কালো রিবন হাতে বেঁধে প্রতিবাদ

ফোর্ডা এও জানিয়েছে যে রামদেবের মন্তব্য মানুষের মধ্যে করোনার টিকা নিয়েও সংশয় তৈরি করেছে। এ প্রসঙ্গে এইমস আরডিএর সভাপতি ডাঃ অমনদীপ সিং বলেন, '‌আধুনিক ওষুধ ও করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে যে সব কোভিড যোদ্ধাদের মৃত্যু হয়েছে তাঁদের নিয়ে ক্রমাগত মন্তব্য করায় রামদেবের ওপর ক্ষুব্ধ সব চিকিৎসকরা। চিকিৎসা নীতি, টিকাকরণ কৌশল নিয়ে তিনি রোজ কিছু না কিছু টুইট করছেন কিন্তু এখনও কোনও পদক্ষেপ করা হয়নি তাঁর বিরুদ্ধে। আমি জানি না সরকার কেন কোনও পদক্ষেপ করছে না।'‌ তিনি জানান এই প্রতিবাদে অন্য শহরের চিকিৎসকরাও সামিল হয়েছেন, প্রতীকি প্রতিবাদ স্বরূপ চিকিৎসকরা কালো রিবন হাতে বেঁধে ঘুরছেন হাসপাতালে।

কালো দিবস পালন চিকিৎসকদের

কালো দিবস পালন চিকিৎসকদের

প্রতিবাদে সামিল হওয়া এক চিকিৎসক বলেন, 'জনসাধারণের মধ্যে রামদেবের ছড়িয়ে দেওয়া ভুল ধারণার বিরুদ্ধে আমরা একটি কালো দিবস পালন করছি। এটি কখনও আয়ুর্বেদ বনাম অ্যালোপ্যাথি ছিল না। সকল স্বাস্থ্যকর্মী জাতির সেবা করছেন। আমরা সকলেই জীবন উৎসর্গ করেছি। তবে এ জাতীয় কোনও শহিদকে উপহাস করা অসহনীয়। তার বিরুদ্ধে মহামারি আইনে ব্যবস্থা নেওয়া উচিত‌।'‌

রামদেবের বিতর্কিত মন্তব্য

রামদেবের বিতর্কিত মন্তব্য

অ্যালোপ্যাথিকে বোকা বোকা বিজ্ঞান ও আধুনিক ওষুধে মৃত্যু হয়েছে করোনা রোগীর এ জাতীয় মন্তব্য করার পর রামদেবকে আইনি নোটিশ পাঠায় আইএমএ। পরে স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের কড়া ডোজের পর রামদেব তাঁর বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে নেন। তবে তিনি এও জানান যে অনেক অ্যালোপ্যাথি চিকিৎসকই আয়ুর্বেদ ও যোগা নিয়ে বিদ্রুপ করেন যা সঠিক নয়। তিনি বরং টুইট করে বলেন, '‌অ্যায়ুর্বেদ বনাম অ্যালোপ্যাথি নয়। আমি ড্রাগ মাফিয়াদের বিরুদ্ধে কথা বলছি। আমি বিজ্ঞান হিসাবে মেনে চলি অ্যালোপ্যাথিকে।'‌

English summary
Doctors across the country observed black day against Ramdev's controversial remarks on allopathy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X