For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অযোধ্যায় মসজিদ তৈরিতে সাহায্য করা উচিত হিন্দুদের', বললেন বাবা রামদেব

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিলেন যোগগুরু বাবা রামদেব। বললেন, কোনও চাপ কিংবা প্রভাবে প্রভাবিত না হয়েই অযোধ্যা নিয়ে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক বলে আখ্যা দিলেন যোগগুরু বাবা রামদেব। বললেন, কোনও চাপ কিংবা প্রভাবে প্রভাবিত না হয়েই অযোধ্যা নিয়ে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। দেশের প্রতিটি মানুষ সেই রায়কে স্বাগত জানিয়েছেন বলেও দাবি করেছেন বাবা রামদেব।

অযোধ্যায় মসজিদ তৈরিতে সাহায্য করা উচিত হিন্দুদের, বললেন বাবা রামদেব

শনিবার অযোধ্যা সংক্রান্ত এক রায়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, অযোধ্যা ওই বিতর্কিত জমি 'রাম লাল্লার'। ওই জমিতে মন্দির তৈরির ক্ষেত্রে কেন্দ্রকে ট্রাস্টি তৈরির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। বলেছে, মসজিদ তৈরির জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে বিকল্প ৫ একর জমির ব্যবস্থা করে দেবে কেন্দ্রীয় সরকার। সম্পূর্ণ প্রক্রিয়া তিন থেকে চার মাসের মধ্যে শেষ করার জন্য নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।

সুপ্রিম কোর্টের বিবেচনায় মুগ্ধ হয়েছেন যোগগুরু বাবা রামদেব। বলেছেন, মসজিদ তৈরির জন্য জমি নির্ধারণ করে ঐতিহাসিক পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান ভারতের অযোধ্যায় মসজিদ তৈরির ক্ষেত্রে হিন্দুদের এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করা উচিত বলে মনে করেন রামদেব। এমনকী হিন্দু ভাইয়েরা এই মহান কাজে অংশ নেবেন বলেও বিশ্বাস করেন যোগগুরু।

বাবা রামদেবের কথায়, অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায় হার-জিতের উর্ধ্বে। এই ঐতিহাসিক দিনে 'রাম ভক্তি' বা 'রহিম ভক্তি'তে না জড়িয়ে 'রাষ্ট্র ভক্তি'কে আপন করে নেওয়া উচিত বলে মনে করেন যোগগুরু। দেশের প্রতিটি মানুষকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদনও জানিয়েছেন বাবা রামদেব। সঙ্গে জানাতে ভোলেননি, সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে অযোধ্যা নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় রিভিউ পিটিশনের প্রয়োজন নেই বলেও দাবি করেছেন যোগগুরু।

English summary
Baba Ramdev termed Supreme Court's verdict as historical
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X