For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনা জওয়ানদের ঠিকানা যখন বাবা রামদেবের আশ্রম!

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

দেরাদুন, ২৮ জানুয়ারি : সুস্বাস্থ্যের অধিকারি হতে এবং ক্লান্তি ও জীবনযাত্রা জনিত ব্যাধি প্রতিহত করতে হরিদ্বারের পতঞ্জলী যোগপীঠই গত দুসপ্তাহের জন্য পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সেনা জওয়ানদের ঠিকানা ছিল। প্রথম এই ধরণের যোগ শিবিরে ২৫০ জন সেনাকর্মী যোগ দিয়েছেন। এই যোগ ছাত্র সেনারা প্রশিক্ষণ শেষ করে গিয়ে অন্যান্যদেরও যাতে প্রশিক্ষণ দিতে পারে এই হল লক্ষ্য। [কংগ্রেস নেতাদের সমকামী তকমা দিয়ে ফের বিতর্কে বাবা রামদেব]

উল্লেখ্য এই প্রশিক্ষণ শুরু হয়েছিল ১০ জানুয়ারি থেকে। গত মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবিরের মেয়াদ শেষ হয়েছে। বাবা রামদেবের তত্ত্বাবধানে পতঞ্জলী যোগপীঠের বিশেষজ্ঞদের প্রশিক্ষণে সৈনিকদের যোগব্যায়াম ও ধ্যান সম্পর্কে জ্ঞান প্রদান করেছেন। [রামদেবের ঔষধালয়ে পুত্রসন্তান প্রাপ্তির ঔষধি মিলছে? সঙ্গে প্রতিশ্রুতিও?]

সেনা জওয়ানদের ঠিকানা যখন বাবা রামদেবের আশ্রম!

পঞ্চিমাঞ্চলীয় কমাণ্ডের মুখপাত্র জানিয়েছেন, "২৫০ জন সেনা কর্মীর প্রশিক্ষণ শেষ হয়েছে, এখনও ৭৫০ জনকে ৩টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া বাকি আছে।" [সোনিয়া গান্ধী 'আমদানি করা দৈত্য', কংগ্রেস নেতারা 'রাবণ, কংস', বলছেন রামদেব]

পতঞ্জলী যোগপীঠের তরফে জানানো হয়েছে, বাবা রামদেব নিজেও সেনাদের যোগ সম্পর্কে শিক্ষাদান করেছেন। মোট ১২টি আসন ও কিছু বিশেষ আসন তিনি সেনাকর্মীদের শিখিয়েছেন। এছাড়াও আচার্য বালকৃষ্ণন ধ্যান করার খুঁটিনাটি শিখিয়েছেন।

English summary
Baba Ramdev teaches Yoga to Army Jawans to Address Stress and Diseases. In last 2 weeks 250 jawans attended that special training session at Patanjali Yogpeeth.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X