For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস নেতাদের সমকামী তকমা দিয়ে ফের বিতর্কে বাবা রামদেব

Google Oneindia Bengali News

কংগ্রেস নেতাদের সমকামী তকমা দিয়ে ফের বিতর্কে বাবা রামদেব
নয়াদিল্লি, ১৮ নভেম্বর : সমকামিতাকে 'নেশা' বলে আগেই বিতর্কে জড়িয়েছিলেন যোগগুরু রামদেব। এবার ৩৭৭ ধারার প্রশ্নে কংগ্রেস নেতাদের নমনীয় মনোভাব দেখে অধিকাংশ কংগ্রেস নেতাকে সমকামী তকমা দিয়ে আবারও খবরের শিরোনামে উঠে এলেন রামদেব।

সমকামী সম্পর্কের বৈধতা নিয়ে দিল্লি হাইকোর্টের ২০০৯ সালের রায়কে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। জানায় সমকামিতা দণ্ডনীয় অপরাধ। ৩৭৭ ধারাকে ভারতীয় দণ্ডবিধি থেকে মুছে ফেলার প্রয়োজনীয়তা নেই। তবে সংসদ যদি চায় এ নিয়ে অন্য পথ অবলম্বন করতে পারে।

অধিকাংশ কংগ্রেস নেতারাই সমকামী,তাই সমকামিতাকে প্রশ্রয় দিচ্ছেন : বাবা রামদেব

এর পরই উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এমনকী সুপ্রিম কোর্টের এই রায়ে দুঃখ প্রকাশ করেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। অসন্তোষ প্রকাশ করেন রাহুল গান্ধীও। এই প্রেক্ষাপটেই কংগ্রেসের নমনীয় মনোভাব প্রদর্শনে তীব্র প্রতিক্রিয়া দেন রামদেব। বলেন, অধিকাংশ কংগ্রেস নেতাই সমকামী, তাই সমকামিতাকে প্রশ্রয় দিচ্ছেন।

বিজেপি অবশ্য সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন জানিয়েছে। তাদের মতেও সমকামিতা অস্বাভাবিক ও ভারতীয় সভ্যতার পরিপন্থী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার প্রয়োজনীয়তা আছে বলেও দাবী বিজেপির।

আম আদমি পার্টির সাফল্য নিয়েও কটাক্ষ করেছেন বাবা রামদেব। অরবিন্দ কেজরিওয়ালের দলের প্রতীক ঝাড়ু। সেই প্রসঙ্গ ধরেই রামদেব মন্তব্য করেন সংসদেও দু-তিনজন ঝাড়ুদারের প্রয়োজন রয়েছে। যদিও রামদেবের মন্তব্যবতে পাত্তা দেননি কেজরিওয়ালের আম আদমি পার্টি।

English summary
Baba Ramdev says most of the Congress leaders gays to
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X