For Daily Alerts
সৌরশক্তি উৎপাদন ক্ষেত্রেও নবরূপে আসছে 'পতঞ্জলি'
স্বদেশী এফএমজিসি বা 'ফাস্ট মুভিং কনজিউমার গুডস'-এর আওতায় পণ্য উৎপাদন করে বেশ পরিচিত ব্র্যান্ড বাবা রামদেবের পতঞ্জলি। এবার এই পতঞ্জলি বিনিয়োগ চলেছে সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রেও।

জানা গিয়েছে, হরিদ্বারে অবস্থিত এই সংস্থা ১০০ কোটি টাকা বিনিয়োগ রতে চলেছ সৌরশক্তিগত উৎপাদনের যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে। এজন্য গ্রেটার নয়ডায় নতুন একটি প্ল্যান্ট খোলা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। আগামী মাসেই উদ্বোধন হতে চলেছে এই প্ল্যান্ট।
পতঞ্জলি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আচার্য বালকৃষ্ণ জানিয়েছেন ইতিমধ্যেই এই ক্ষেত্রে ৫০ থেকে ৬০ কোটি টাকা বিনিয়োগ করা হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন সোলার প্যানেল তৈরির দিকে এগিয়ে চলেছেন তাঁরা। এজন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ জার্মান ও চিন থেকে আনছে সংস্থা।