For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিএ পাশ' অভিনেত্রী শিখা যোশীর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতেই মিলল গলা কাটা দেহ

Google Oneindia Bengali News

মুম্বই, ১৮ মে : মুম্বইয়ের ৪০ বছরের মডেল তথা অভিনেত্রী শিখা যোশীর বাড়ি থেকেই রহস্যজনকভাবে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ছুঁড়ি দিয়ে গলা কেটে অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান। হাতে কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই 'ডিপ্রেশন'-এ ভুগছিলেন শিখা। আর তার থেকেই এই আত্মহত্যা। [টেলিভিশন অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু]

অন্ধেরিতে এক বন্ধুর সঙ্গেই থাকতেন শিখা। ২ মাস আগেই দিল্লি থেকে মুম্বই চলে আসেন তিনি। ২০১২ সালে জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শুক্লার সঙ্গে সমালোচকদের প্রশংসা কুড়নো 'বি.এ পাশ' ছবিতে অভিনয় করেন শিখা। [টেলিভিশন অভিনেতা রনি চক্রবর্তীর অস্বাভিক মৃত্যু, শোকের ছায়া টলিউডে়]

'বিএ পাশ' অভিনেত্রী শিখা যোশীর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতেই মিলল গলা কাটা দেহ

পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ শৌচাগারের মধ্যে নিজেকে আটকে নেন শিখথা। কিছুক্ষণ বাদে রুমমেট শৌচাগারের দরজায় ধাক্কা দিয়ে শিখাকে বেরিয়ে আসতে বলেন। কেন শিখা শৌচাগারে এত সময় নিচ্ছেন তা নিয়ে চিৎকারও করেন ওই বন্ধু। দরজা খুললে দেখা যায় মাটিতে পড়ে রয়েছেন শিখা। তাঁর গলা রক্তাক্ত।

বারসোভা থানার সিনিয়র ইন্সপেক্টর রবীন্দ্রনাথ পাওয়ার জানিয়েছেন, শিখাকে নিয়ে তার বন্ধু দ্রুত হাসপাতালে ছুটে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতাল যাওয়ার পথে জ্ঞান ছিল শিখার। তিনিও কথাও বলতে পারছিলেন। বন্ধুর জিজ্ঞাসায় তিনি বলেন, হাতে কাজ নেই বলে হতাশা থেকেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, শিখার গলায় ৩ টি ছোট ক্ষতচিহ্ন রয়েছে। এছাড়াও একটা বড় কাটার দাগ রয়েছে। ছোট ক্ষতগুলি দেখে অনুমান, একাধিকবার গলা কাটার চেষ্টা করেন শিখা। কিন্তু ভয়ের চোটে সফল হতে পারেননি। তবে শেষবার দৃঢ়হাতে আত্মহনন করেন তিনি। যদি অন্য কেউ তাঁর উপর হামলা করত তাহলে গলাতে একটি বড় কাটার দাগ থাকত বলেই অনুমান পুলিশের। গলার ক্ষতচিহ্ন দেখার পরই পুলিশের অনুমান খুন নয়, আত্মহত্যাই করেছেন শিখা।

English summary
BA Pass actor Shikha Joshi commits suicide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X