For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক রাজ্যে তিনজন উপ মুখ্যমন্ত্রী! কর্ণাটকে ইয়েদুরাপ্পা সরকারের নয়া সিদ্ধান্ত

জি সেভেন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর বিষয়ক বৈঠকের পর চাঞ্চল্যকর মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Google Oneindia Bengali News

এসব হচ্ছেটা কী! কর্ণাটকের কুর্সি থেকে কুমারস্বামী সরকারের পতন ঘটিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর বিএস ইয়েদুরাপ্পার মন্ত্রিসভা গঠনে সময় লেগেছিল ২৫ দিন। ছ-দিন পর তিনি ঘোষণা করে দিলেন তিন তিনজন উপ মুখ্যমন্ত্রীর নাম। যা এক প্রকার রেকর্ড। অন্যদিকে এদিনই অন্ধ্রপ্রদেশ রাজ্যে চারটি রাজধানী করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

হচ্ছেটা কী! কর্ণাটকে তিনজন ‘অ্যাসিস্ট্যান্ট’ ইয়েদুরাপ্পার

এসবই ঘটছে দক্ষিণের রাজ্যে। তাই রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে এসব হচ্ছেটা কী! কোনও রাজ্যে চারটি রাজধানী, আবার কোনও রাজ্যে তিনজনকে উপ মুখ্যমন্ত্রী করা হচ্ছে। কর্ণাটকের বিজেপি সরকারের এই সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি। উপ মুখ্যমন্ত্রী হয়েছেন গোবিন্দ করজোল, ডাঃ অশ্বথ নারায়ণ এবং লক্ষ্মণ সাওয়াদি।

ইয়েদুরাপ্পা মিঃ করজোলকে পিডব্লিউডি এবং সমাজকল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব দিয়েছেন। কংগ্রেস এবং এইচডি কুমারস্বামীর জোট সরকারের পতনে বিশেষ ভূমিকা নেওয়া ডঃ অশ্বথ নারায়ণকে উচ্চ শিক্ষা, তথ্য প্রযুক্তি, জৈবপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। ইনফোটেক এবং বায়োটেক দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। লক্ষ্মণ সাওয়াদিকে পরিবহন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বাসবরাজ বোমাইয়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তর শিল্প মন্ত্রী হয়েছেন। আর রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী সুরেশ কুমার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার দায়িত্বে থাকবেন। সিটি রবি পর্যটন, কন্নড় ও সংস্কৃতির দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভায় একমাত্র মহিলা জোল শশীকলা আন্নাসাহেবকে মহিলা ও শিশু বিকাশমন্ত্রী করা হয়েছে। ইয়েদুরাপ্পার কাছে এখন চ্যালেঞ্জ কর্ণাটকের সরকার ধরে রাখা।

এক মাস ধরে কর্ণাটকের বিভিন্ন অংশ ভয়াবহ বন্যার কবলে পড়েছিল। তখন এক সদস্যের মন্ত্রিসভা চালিয়েছেন ইয়েদুরাপ্পা। বিরোধী দল কংগ্রেস এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল। ইয়েদুরাপ্পা সরকারকে অযোগ্য বলে বর্ণনা করেছিল কংগ্রেস। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীও টুইট করে জানান, রাজ্য যখন ভয়াবহ বন্যার কবলে পড়েছে, তখন মন্ত্রিসভা গঠন করেননি। মানুষের হাহাকার করেছে, তাঁদের পাশে না দাঁড়িয়ে স্বার্থপরের মতো দিল্লি সফরে ব্যস্ত থেকেছেন। এখন মন্ত্রিসভা গঠনের পর আবার তিনজন উপ মুখ্যমন্ত্রী করেছেন আপনি।

English summary
Karnataka Chief Minister B S Yediyurappa has announced three deputy chief ministers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X