For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে বিতর্কিত মন্তব্য সপা সাংসদ আজম খানের, ক্ষমা চাইতে বললেন স্পিকার

বিতর্কেই থাকেন তিনি। নিজের কেন্দ্রেই হোক আর সংসদেই হোক। এবার একেবারে লোকসভায় বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠল সপা সাংসদ আজম খানের বিরুদ্ধে।

Google Oneindia Bengali News

বিতর্কেই থাকেন তিনি। নিজের কেন্দ্রেই হোক আর সংসদেই হোক। এবার একেবারে লোকসভায় বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠল সপা সাংসদ আজম খানের বিরুদ্ধে। স্পিকারের আসনে তখন ওম বিড়লার জায়গায় ছিলেন বিজেপি সাংসদ রমা দেবী। তাঁর সামনেই বিজেপিকে অসভ্য দল বলে কটাক্ষ করেন। সঙ্গে সঙ্গে রমা দেবী তাঁকে সতর্ক করে বলেন সংযত হয়ে কথা বলুন। রমা দেবীকে পাল্টা আজম খান বলেন, এই মন্তব্য আপনার জন্য নয়, আপনি আমার বোনের মতো। আজম খানকে সমর্থন করে তাঁর পাশে দাঁড়ান সপা সাংসদ অখিলেশ যাদব।

সংসদে বিতর্কিত মন্তব্য সপা সাংসদ আজম খানের, ক্ষমা চাইতে বললেন স্পিকার

ঘটনার কথা জানার পরেই স্পিকার ওম বিড়লা আজম খানকে ক্ষমা চাইতে বলেছেন। অখিলেশ যাদবকেও ক্ষমা চাইতে বলেছেন তিনি। আজম খান তার প্রেিক্ষতে বলেছেন, যদি সত্যি আপত্তিকর কিছু বলে থাকি আমি তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত।

তিন তালাক বিল নিয়ে আলোচনা চলাকালীন এই ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পড়তেই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা লোকসভা থেকে আজম খানকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। স্পিকারের আসনে একজন মহিলা বসে থাকার পরেও আজম খান মহিলাদের নিেয় যে কুরুচিকর মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছেন তিনি।

English summary
Azam Khan creats controversy in lok sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X