For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোমিওপ্যাথিতে সারানো যাবে করোনা ভাইরাস, টুইট করল আয়ুষ মন্ত্রক

হোমিওপ্যাথিতে সারানো যাবে করোনা ভাইরাস, টুইট আয়ুষ মন্ত্রকের

  • |
Google Oneindia Bengali News

চিনের করোনা ভাইরাস ঘিরে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই ভারত সরকার জানিয়ে দিয়েছে যে চিনে যেন এখন কোনও ভারতীয় ভারত থেকে না যাত্রা করেন। এই মর্মে জারি হয়েছে একটি অ্যাডভাইসারি। এদিকে ভারতের আয়ুষমন্ত্রকের তরফেও একাধিক বক্তব্য রাখা হয়েছে।

আয়ুষ মন্ত্রক কী বলছে?

আয়ুষ মন্ত্রক কী বলছে?

আয়ুষমন্ত্রকের বক্তব্য, হোমিওপ্যাথি দিয়ে সারানো যেতে পারে করোনা ভাইরাস। এরজন্য আর্সেনিকাম অ্যালবাম ৩০ মেডিসিন কার্যকরি হবে। খালি পেটে এই হোমিওপ্যাথি ওষুধ নেওয়া হলে, তা কার্যকরী হবে বলে দাবি কেন্দ্রের আয়ুষমন্ত্রকের। টানা তিনদিন এই ওষুধ নেওয়ার কথা বলা হয়েছে মন্ত্রকের তরফের অ্যাডভাইসারিতে।

 এরপর কিভাবে চলবে এই ওষুধ?

এরপর কিভাবে চলবে এই ওষুধ?

এরপর ওই আর্সেনিকাম অ্যালবাম ৩০ একমাস পরে আবার নিতে হবে। এমনই বার্তা দিয়েছে কেন্দ্রের আয়ুষমন্ত্রক। এই ওষুধ ইনফ্লুয়েঞ্জার মতো সমস্যাকে কাটিয়ে উঠতে পারে। এমনই বার্তা দিয়েছে মন্ত্রক।

 ঘরোয়া পদ্ধতিতে করোনা মুক্তি!

ঘরোয়া পদ্ধতিতে করোনা মুক্তি!

আয়ুষ মন্ত্রকের তরফে ঘরোয়া পদ্ধতিতেও করোনা ভাইরাস মুক্তির পথ দেখানো হয়েছে। তবে এর জন্য প্রথমেই প্রয়োজন, বাইরে থেকে বাড়ি ফিরে ২০ সেকেন্ড ধরে হাত ও পা ভালো করে ধুয়ে নেওয়া। পাশাপাশি, যাঁরা অসুস্থ তাঁদের সঙ্গে মেলামেশাতেও এই রোগের সংক্রমণ বাড়তে পারে বলে অ্যাডভাইসারি বলছে।

করোনা ভাইরাস ঘিরে ভারতের 'অ্যাডভাইসারি'

করোনা ভাইরাস ঘিরে ভারতের 'অ্যাডভাইসারি'

করোনা আতঙ্ক থেকে দেশকে মুক্ত করতে এবার পদক্ষেপ নিল ভারত। ভারতের তরফে একটি অ্যাডভাইসারিতে জানানো হয়েছে যে , কোনও যাত্রী আপাতত এদেশ থেকে চিনের পথে যেন পাড়ি না দেন।

 বেলেঘাটা আইডিতে রয়েছেন এক চিনা নাগরিক?

বেলেঘাটা আইডিতে রয়েছেন এক চিনা নাগরিক?

এদিকে, বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন এক চিনা নাগরিক। তাঁকে ঘিরেও করোনা আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। এই ঘটনা ছাড়াও দেশের একাধিক প্রান্ত থেকে এমন আশঙ্কা তৈরি হচ্ছে বহু রোগীকে ঘিরে।

English summary
Ayush Ministry says Homeopathy is effective for Coronavirus .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X