For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত আয়ুষমন্ত্রকের অনুমোদন পেল রামদেবের করোনিল!

Google Oneindia Bengali News

যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদের করোনিল নিয়ে দেশ জুড়ে জল্পনা ও বিতর্ক তুঙ্গে উঠেছিল গত কয়ক দিনে। এরই মাঝে শেষ পর্যন্ত করোনা প্রতিরোধক হিসাবে আয়ুষমন্ত্রক থেকে লাইসেন্স পেল পতঞ্জলির করোনিল। পাশাপাশি ইমিউনিটি বাড়ানোর আরও তিনটি ওষুধ তৈরির অনুমোদনও দেওয়া হল পতঞ্জলিকে।

কোভিড নিরাময়ের দাবি

কোভিড নিরাময়ের দাবি

গত সপ্তাহে রামদেব দাবি করেছিলেন, কোভিড নিরাময়ের ওষুধ তৈরি করেছে তাঁর সংস্থা। তারপরই এই নিয়ে জোর বিতর্ক তৈরি হয় দেশজুড়ে। করোনিল এবং শ্বাসারি নামে ওই দুই ওষুধ সংবলিত করোনা কিট অনলাইনে বিপণনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিলেন রামদেব। তবে এরপরই একাধিক রাজ্যে এই ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়।

কেন্দ্রকে রিপোর্ট পাঠায় পতঞ্জলি

কেন্দ্রকে রিপোর্ট পাঠায় পতঞ্জলি

এরপরই কেন্দ্রীয় মন্ত্রকের নির্দেশ মেনে ইতিমধ্যে করোনিল ও শ্বাসারি সংক্রান্ত রিপোর্ট পাঠায় পতঞ্জলি। রিপোর্ট খতিয়ে দেখে আয়ুষমন্ত্রক করোনিলকে রোগ প্রতিরোধক বা ইমিউনিট বর্ধক ওষুধ হিসাবে স্বীকৃতি দিয়েছে।

রিপোর্ট খতিয়ে দেখে কেন্দ্র

রিপোর্ট খতিয়ে দেখে কেন্দ্র

মন্ত্রকের তরফে পতঞ্জলিকে নতুন ওষুধের নাম, প্রস্তুত প্রণালী, উপাদান ও তচার অনুপান, নমুনার পরিমাণ, যে সমস্ত পরীক্ষাকেন্দ্র ও হাসপাতালে ওষুধ রোগীদের উপরে প্রয়োগ করা হয়েছে, তাদের নাম এবং ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির ছাড়পত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। সেসব খতিয়েই এদিন আয়ুষমন্ত্রক তাদের লাইসেন্স দেয়।

পাল্টি খান রামদেব

পাল্টি খান রামদেব

এদিকে গতকালই রামদেব বাবা পাল্টি খান নিজের আগের দাবি থেকে। পতঞ্জলির তরফ থেকে আগের দাবি থেকে সরে এসে জিনয়ে দেওয়া হয়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কোরোনিল ও স্বসারি নামে ওষুধ দুটি তৈরি করা হয়েছে। সংস্থার তরফে এই ওষুধের মাধ্যমে কোরোনা চিকিৎসা সম্ভব, এমন কোনও দাবি করা হয়নি।

<strong>চিনা আগ্রাসনের জেরে লাদাখে জমি হারাচ্ছে ভারত! প্যাংগংয়ের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি</strong>চিনা আগ্রাসনের জেরে লাদাখে জমি হারাচ্ছে ভারত! প্যাংগংয়ের পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

English summary
AYUSH Ministry approved the sales of Ramdev's Coronil from Patanjali as an immunity booster
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X