'আয়ুর্বেদ বায়োলজি'র পাঠক্রম শুরু হচ্ছে করোনার আবহে!নামী বিশ্ববিদ্যালয়ে বিদেশী পড়ুয়াদের আগ্রহ তুঙ্গে
দেশে বহুদিন ধরেই আয়ুর্বেদ বায়োলজির পাঠক্রম নিয়ে আলোচনা চলছিল। আর এবার দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে আয়ুর্বেদ বায়োলজির পাঠক্রম। বিশ্ববিদ্যালয়ে পরবর্তী শিক্ষাবর্ষে এই পাঠক্রম চালু হবে। এর জন্য এই বিষয়ে বিএসসি ও এমএসসি ডিগ্রি দেওয়া হবে বলে খবর।

জেএনইউতে আগামী ১৫ মে-র মধ্যে আগামী শিক্ষাবর্ষের জন্য এন্ট্রান্স পরীক্ষার যাবতীয় আবেদনপত্র নেওয়া শেষ হবে। প্রতিবছর জেএনইউ এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমেই পড়ুয়াদের ভর্তি করা হয়। আর এই বছর আবেদনপত্র নেওয়ার শেষদিন ১৫ মে।
এদিকে, জেনইউ-তে এই আয়ুর্বেদ বায়োলজি পড়তে চেয়ে ইওরোপ থেকে বহু আবেদন পত্র আসছে। বহু বিদেশী পড়ুয়া এই বিষয় নিয়ে পঠন পাঠনে আগ্রহী বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদেশ কুমারের দাবি, ৫ হাজার বছরের পুরনো শাস্ত্রের এই পঠনপাঠন দেশের অগ্রগতিতে সহায়তা করবে। আর তার জন্যই এমন পাঠক্রমের কথা তাঁরা ভেবেছেন।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা তুলে দিল সুন্দরবনের কালীতলা গ্রাম পঞ্চায়েত