For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা রায় আর 'বার্লিন ওয়াল' পতনকে মিলিয়ে ঐক্যের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

অযোধ্যা রায় আর 'বার্লিন ওয়াল' পতনকে মিলিয়ে ঐক্যের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার রায় বেরোনোর পর এদিন জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি শুরুতেই এই রায়ের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এই রায়ের দিকে গোটা দেশ তাকিয়ে ছিল। এবং গোটা দেশ এই রায়কে খোলা মনে স্বীকার করে নিয়েছে। একতা যে ভারতবর্ষের অন্যতম ধর্ম তা এদিনের রায় ফের একবার প্রমাণ করেছে। প্রধানমন্ত্রী কথায় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই রায়ের কথা। প্রত্যেকটি পক্ষের কথা ধৈর্য ধরে শুনেছে আদালত। এবং সবচেয়ে আনন্দের খবর এটাই যে রায় সর্বসম্মতিক্রমে এসেছে।

সহজ ছিল না কাজ

সহজ ছিল না কাজ

এই কাজটা যে সহজ ছিল না। সেটাই মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায়ে আইন ব্যবস্থার দৃঢ়়তা ফের একবার প্রকাশিত করেছে। এই ঘটনার জন্য মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ ও অন্যান্য বিচারপতিদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী।

বার্লিনের ওয়ালের প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী

বার্লিনের ওয়ালের প্রসঙ্গ টেনেছেন প্রধানমন্ত্রী

অযোধ্যার রায়ের সঙ্গে বার্লিনের প্রাচীর পতনের প্রসঙ্গটি টেনে এনেছেন প্রধানমন্ত্রী। এই দিনেই পূর্ব-পশ্চিম জার্মানির মধ্যে বিভাজন তৈরি করা ঐতিহাসিক বার্লিন ওয়াল-এর পতন হয়েছিল। এবং দুই জার্মানি মিশে গিয়ে একটি জার্মানির পথ চলা শুরু হয়। সেই ঘটনাকে মনে করিয়ে দিয়ে মোদী বলেছেন, আজকের দিনে ৯ নভেম্বর বার্লিনের দেওয়ালের পতন হয়েছিল। অন্যদিকে এদিন কর্তারপুর করিডোরের উদ্বোধন হল। ফলে আজকের দিন সকলকে সঙ্গে নিয়ে পথ এগিয়ে চলার বার্তাই দিচ্ছে।

কারও হার কারও জয় নয়

কারও হার কারও জয় নয়

মোদী আগেই জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন, এই রায় কারও হার বা কারও জয় নয়। সেকথা ফের একবার মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই রায় নিয়ে কেউ মন খারাপ করবেন না। এই রায় দেখিয়ে দিয়েছে যত কঠিন সমস্যাই হোক, আইনের মাধ্যমে তার সমাধান করা সম্ভব। মোদীর কথায়, বহুবছরের ধৈর্যের ফল মিলেছে। আসুন সকলে মিলে এগিয়ে চলি। সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সামনে আরও লক্ষ্য

সামনে আরও লক্ষ্য

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই রায়ের পরও দেশের সামনে আরও অনেক লক্ষ্য রয়েছে। সকলে মিলে একসঙ্গে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। এবং লক্ষ্য পূরণ করতে হবে। সবশেষে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের বক্তব্য শেষ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

English summary
Ayodhya verdict : What PM Modi says after SC historic judgement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X