For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা মামলা: সুপ্রিম কোর্টে শেষ মুহূর্তে 'সুন্নি ওয়াকফ বোর্ড' কে ঘিরে জল্পনা

অযোধ্যা মামলা ঘিরে ক্রমেই চড়ছে পারদ। এদিন এই মামলাার শুাননির শেষ দিন ঘিরে গোটা দেশের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। সেখানে চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃাত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে চলছে শুনানি।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলা ঘিরে ক্রমেই চড়ছে পারদ। এদিন এই মামলাার শুাননির শেষ দিন ঘিরে গোটা দেশের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। সেখানে চিফ জাস্টিস রঞ্জন গগৈয়ের নেতৃাত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে চলছে শুনানি। আর সেই শুনানির পারদ চড়িয়ে শেষ মুহূর্তে মামলা থেকে নিজেকে সরিয়ে নিতে পারে বলে শুরু হয়েছে সুন্নি ওয়াকফ বোর্ড।

কেন এই ধরনের পদক্ষের বোর্ডের , চড়ছে জল্পনা

কেন এই ধরনের পদক্ষের বোর্ডের , চড়ছে জল্পনা

সূত্রের খবর, বোর্ডের সদস্যদের মধ্যে এক এফআইআরএর জেরে ভিন্ন মতবাদ আসতে শুরু করে। সুন্নি ওয়াকফ বোর্ডের অন্দরে শুরু হয় এই মামলা নিয়ে কলহ। আর তার জন্যই এই হাই প্রোফাইল মামলা থেকে নিজেকে সরিয়ে নিতে পারে সুন্নি ওয়াকফ বোর্ড।

ফারুকি ও একটি আফআইআর

ফারুকি ও একটি আফআইআর

শোনা যাচ্ছে, জেড এ ফারুকি নামের জৈনক ব্যক্তির বিরুদ্ধে জমি সংক্রান্ত মামলা রয়েছে উত্তর প্রদেশ প্রশাসনের। প্রসঙ্গত, এই ফারুকি সুন্নি ওয়াকফ বোর্ডের সদস্য। আর তাঁর বিরুদ্ধে এফআইআর ঘিরেই যাবতীয় জটিলতা তৈরি হয়েছে বোর্ডের অন্দরে। জনা গিয়েছে, অযোধ্যা মামলায় বোর্ডের তরফে আইনজীবি পরিবর্তন থেকে তাঁর নিজস্ব আইনজীবিদের ধোঁয়াশায় রেখে মামলা নিয়ে মিডিয়েশন প্যানেলকে একটি চিঠি দেন ফারুকি। যা নিয়ে বিস্তর জটিলতা গ্রাস করছে এই অযোধ্যা মামলায়।

শেষ দিনের রুদ্ধশ্বাস শুনানি

শেষ দিনের রুদ্ধশ্বাস শুনানি

এদিন রঞ্জন গগৈ-এর নেত-ত্বাধীন সাংবিধানিক বেঞ্চে শুনানি হচ্ছে অযোধ্যা মামলার। এদিন চিফ জাস্টিস জানিয়ে দিয়েছেন, বিকেল ৫ টার মধ্যে শেষ করতে হবে এই শুনানি। তার আগে, সুন্নি ওয়াকফ বোর্ডের পদক্ষেপ নিয়ে চড়ছে জল্পনার পারদ।

পারদ চড়ছে অযোধ্যা নিয়ে, শুনানি শেষের দিনেই হরিদ্বারে বৈঠক ডাকল আরএসএসপারদ চড়ছে অযোধ্যা নিয়ে, শুনানি শেষের দিনেই হরিদ্বারে বৈঠক ডাকল আরএসএস

LIVE অযোধ্যা মামলা : মামলা থেকে সরতে চাইল সুন্নি ওয়াকফ বোর্ডLIVE অযোধ্যা মামলা : মামলা থেকে সরতে চাইল সুন্নি ওয়াকফ বোর্ড

English summary
On the last day of hearing in the Ayodhya land dispute case, the Sunni Waqf Board — one of the petitioners — has sought to withdraw from the title suit, the mediation panel has informed the Supreme Court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X