For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টার্গেট ২০২৪-র লোকসভা ভোট, অযোধ্যা মন্দিরের দরজা খুলছে কবে? কী ইঙ্গিত দিলেন চম্পত রাই

টার্গেট ২০২৪-র লোকসভা ভোট, অযোধ্যা মন্দিরের দরজা খুলছে কবে? কী ইঙ্গিত দিলেন চম্পত রাই

Google Oneindia Bengali News

২০২৪-র লোকসভা ভোটকে সামনে রেখে অযোধ্যা গোছাচ্ছে গেরুয়া শিবির। সূত্রের খবর ২০২৪-র লোকসভা ভোটের আগেই নাকি অযোধ্যার রাম মন্দিরের দরজা খুলে যাবে। এমনই ইঙ্গিত দিয়েছেন রাম জন্মভূমি মন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। ২০২৪-র মকর সংক্রান্তিতে মন্দিরের দরজা খোলার পরিকল্পনায় রয়েছেন তাঁরা। অর্থাৎ জানুয়ারি মাসেই খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। তার পরেই লোকসভা ভোট।

কবে খুলছে অযোধ্যার রাম মন্দির

কবে খুলছে অযোধ্যার রাম মন্দির

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি পূরণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দির নিয়ে বিতর্কের অবসান ঘটিেয় ঐতিহাসিক রায় দিেয়ছিল শীর্ষ আদালত। শেষ পর্যন্ত অযোধ্যার রামমন্দিরের নির্মাণ শুরু হয়ে গিয়েছে। যাকে বলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মন্দির নির্মাণের কাজ। মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২৪কে টার্গেট রেখেই নির্মাণ কাজ শেষ করার উপরে জোর দেওয়া হয়েছে। রাম মন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক জানিয়েছেন ২০২৪ সােলর মকরসংক্রান্তিতে অযোধ্যার রাম মন্দিরের দরজা সকলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

রাম মন্দির নির্মাণে এলাহি আযোজন

রাম মন্দির নির্মাণে এলাহি আযোজন

রাম মন্দির তৈরি করতে কোনও কার্পণ্য করা হচ্ছেনা। মন্দিরের ট্রাস্টের সাধারণ সম্পাদক জানিয়েছেন ৬ ফুট উঁচু গ্র্যানাইটের সিংহাসন তৈরি করা হয়েছে ভগবান রামের জন্য। সেই সিংহাসনে নিজের জায়গায় বসবে রামের মূর্তি। চলতি বছরের অগস্ট মাসেই সেই সিংহাসন বসানোর কাজ শেষ হয়ে যাবে। পাথরে খোদাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর বেশি সময় লাগবে না বলেই মনে করছেন তিনি। ২০২০ সালের অগস্ট মাসে করোনা মহামারীর মধ্যেই ভূমি পূজো করে মন্দির নির্মাণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটব্যাঙ্ক বাড়ানোই টার্গেট

ভোটব্যাঙ্ক বাড়ানোই টার্গেট

২০২৪-এ হাইভোল্টেজ নির্বাচন। লোকসভা ভোটকে টার্গেট করেই এগোচ্ছে মোদী সরকার। সেকারণেই অযোধ্যার মন্দির নির্মাণ শেষ করার জন্য এত তোরজোর করা হচ্ছে। উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগেও বারবার প্রধানমন্ত্রী মোদী অযোধ্যার মন্দির নির্মাণ এবং অযোধ্যার উন্নয়নের কাজের খতিয়ান নিয়েছেন যোগী আদিত্যনাথের কাছ থেকে। কতদূর কাজ এগোল কতটা কাজ বাকি আছে পুরো তথ্যই নিয়েছেন তিনি। তার থেকেই স্পষ্ট ২০২৪-কে টার্গেট করেই এগোচ্ছে বিজেপি। সেকারণেই ২০২৪-র লোকসভা ভোটের আগে মন্দির খোলার তোরজোর করা হচ্ছে।

নজরে ২০২৪

নজরে ২০২৪

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। পাঞ্জাব ছাড়া সব রাজ্যেই জিতেছে তারা। উত্তরাখণ্ডের মত রাজ্যেও জিতেছে বিজেপি। উত্তর প্রদেশে বিধানসভা ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। উত্তর প্রদেশে বিজেপির জয় ২০২৪-র ভোট ব্যাঙ্ক রক্ষায় অনেকটাই এগিয়ে রেখেছে মোদী সরকারকে। এবার নজরে রয়েছে গুজরাত। গুজরাতে ভোটে জয় এখন বড় চ্যােলঞ্জ মোদীর।

English summary
Ayodhya Ram Temple work Update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X