For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে উত্তরপ্রদেশের ভোট! ২০২২ সালের আগেই অযোধ্যায় মন্দির নির্মাণের কাজ গুটিয়ে আনতে তৎপরতা

২০২২ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। সেই টার্গেট করেই এগোচ্ছে বিজেপি। বিধানসভা ভোটের আগেই রামমন্দির তৈরির কাজ শুরু করতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ।

Google Oneindia Bengali News

২০২২ সালে উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই টার্গেটকে সামনে রেখেই এগোচ্ছে বিজেপি। বিধানসভা ভোটের আগেই রামমন্দির তৈরির কাজ শুরু করতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ। সেকারণে ২০২০ সালেই শিলান্যাস হবে অযোধ্যার মন্দিরের। মকর সংক্রান্তির দিন এলাহি আয়োজন করে নতুন করে করা হবে শিলান্যাস।

বিধানসভা ভোটের আগেই শিলান্যাস

বিধানসভা ভোটের আগেই শিলান্যাস

উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগেই শুরু হয়ে যাবে রাম মন্দির নির্মাণের কাজ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিন মাসের মধ্যেই মন্দির নির্মাণ শুরু করার তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবিরে। মকর সংক্রান্তির দিন এলাহি আয়োজন করে হবে শিলান্যাস। মন্দির নির্মাণে সবরকম সহযোগিতা করার প্রতিশ্রুতি গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যায় নির্মাণ কাজের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা এবং চওড়া রাস্তা তৈরির প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।

অযোধ্যার রাম মন্দিরই ইস্যু

অযোধ্যার রাম মন্দিরই ইস্যু

উত্তর প্রদেশে ফের বিজেপি শাসন যে হবেই সেটা আর বুঝতে বািক নেই বিরোধীদের। অযোধ্যায় রামমন্দির নির্মাণই সিংহভাগ ভোট বিজেপির ঝুলিতে এনে দেবে। সেকারণেই যোগী সরকার সর্বস্ব দিয়ে হলেও রাম মন্দির নির্মাণের কাজ সুগম করতে মরিয়া হয়ে উঠেছেন। ইতিমধ্যেই পাথরের অনেক কাজ হয়ে গিয়েছে। সেগুলি মন্দিরের স্থানে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করতে চলেছে ভিএইচপি। অযোধ্যাই যে এবার তাঁর ভোটের ইউএসপি হতে চলেছে সেটা বিলক্ষণ বুঝেছেন যোগী। সেকারণেই আড়াই বছরের শাসনে ১৮ বার অযোধ্যা গিয়েছেন তিনি। দীপাবলীেত অযোধ্যায় দীপোৎসব করেছেন তিনি। সেকারণেই রায়দানের আগে থেকেই অযোধ্যার নিরাপত্তায় কোনও ত্রুটি রাখেননি যোগী।

ঘুঁটি সাজাচ্ছে বিজেপিও

ঘুঁটি সাজাচ্ছে বিজেপিও

সূত্রের খবর অযোধ্যার রাম মন্দিরকে হাতিয়ার করে ২০২৪ সালের লোকসভা ভোটের বৈতরণীও পাড় করতে চাইছেন বিজেপি। সেকারণেই বারবার বলা হচ্ছে ২০২৪ সালের আগেই অযোধ্যার মন্দির নির্মাণ শেষ করা হবে। এই অযোধ্যা রায়কে সামনে রেখেই পরবর্তী লোকসভা ভোটের ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে মোদী সরকার। যদিও ওখন মূল লক্ষ্য উত্তর প্রদেশে বিজেপি শাসন বহাল রাখা।

বেঁচে থাকতে অযোধ্যা রায় দেখতে পেরে খুশি, জানালেন রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী দলিত নেতাবেঁচে থাকতে অযোধ্যা রায় দেখতে পেরে খুশি, জানালেন রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী দলিত নেতা

English summary
Ayodhya Temple expect good progress by 2022 when UP will go to polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X