For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৪ লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে যাবে! দাবি বেদান্তির

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রাম জন্মভূমি তীর্থ নিয়ে একের পর এক তথ্য উঠতে শুরু করেছে। অযোধ্যায় যে মন্দির গঠিত হচ্ছে তা কবের মধ্যে শেষ হবে, সেই নিয়ে বক্তব্য রেখেছেন বিশ্ব হিন্দু পরিষদের ওয়ার্কিং প্রেসিডেন্ট রাম বিলাস বেদান্তি।

রাম বিলাস বেদান্তির দাবি

রাম বিলাস বেদান্তির দাবি

রাম বিলাস বেদান্তি জানিয়েছেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে তৈরি হয়ে যাবে অযোধ্যার রাম মন্দিরের কাঠামো। তিনি জানান, ইতিমধ্যেই বিশালাকার এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে।

রাম মন্দির নিয়ে কোন দাবি?

রাম মন্দির নিয়ে কোন দাবি?

'৬৭ একরের জমি রামের জন্মভূমির ক্যাম্পাসে খুব একটা বড় জায়গা নয়, বিশাল মন্দির তৈরির ক্ষেত্রে ।' এই মন্তব্য করে রাম বিলাস বেদান্তি জানিয়েছেন যে, যে পরিমাণ জমি এই মন্দিরের জন্য ধার্য করা হয়েছে, তা রাম জন্মভূমির পূণ্যভূমির প্রেক্ষাপটে একটি মন্দির তৈরির ক্ষেত্রে খুব একটা বিশালাকার নয়।

আরও জমির চাহিদা!

আরও জমির চাহিদা!


৬৭ একর জমি ছাড়াও রাম মন্দির নির্মাণের জন্য আরও জমি প্রয়োজন বলেও এদিন ইঙ্গিত করেন বেদান্তি। এদিন রাম বিলাস বেদান্তি বলেন, 'এটা হতে পারে যে সরকার কর্তৃক তৈরি ট্রাস্টকে হয়তো রাম মন্দির তীর্থের জন্য আরও জমি নিতে হবে। '

 রাম মন্দির ও রাজনীতি

রাম মন্দির ও রাজনীতি

উল্লেখ্য, ২০২৪ সালের দেশের লোকসভা ভোটের আগে যে রাম মন্দির নির্মাণের কথা জানিয়েছেন বেদান্তি , তার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়েছিল শিবসেনা। শিবসেনার তরফে দাবি করা হয়েছিল ২০২৪ সালে এনআরসি বা সিএএ নিয়ে ভোট ময়দানে রাজনীতি করবেনা বিজেপি। বরং সেই সময় ২০২৪ সালে শুধুমাত্র রাম মন্দিরকেই লোকসভা ভোটের ইস্যু বানাতে চায় বিজেপি। এমন অভিযোগ করে শিবসেনা।

English summary
Ayodhya Ram temple structure to be made before 2024 Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X