For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দিরের ভূমিপুজো ঘিরে উন্মাদনা, মোদীর ৫টি সর্বাধিক আলোচিত ধর্মীয় ভ্রমণ সম্পর্কে জেনে নিন

রাম মন্দিরের ভূমিপুজো ঘিরে উন্মাদনা, মোদীর ৫টি সর্বাধিক আলোচিত ধর্মীয় ভ্রমণ সম্পর্কে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

বুধবার রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে ৫ই অগাস্ট অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যা মামলায় প্রায় দু দশকের বিতর্ক শেষে তাঁর হাতেই ভিত্তি প্রস্তর স্থাপন হতে চলেছে রাম মন্দিরের। মোদী এছাড়াও ভূমি পুোজর অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত, রাম জন্মভূমির প্রধান মহন্ত নৃত্য্ গোপাল দাসের মত ব্যক্তি বর্গেরা।

ভূমি পুজো ঘিরে সাজসাজ রব গোটা অযোধ্যাতেই

ভূমি পুজো ঘিরে সাজসাজ রব গোটা অযোধ্যাতেই

বুধবার রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে যোগদানের আগে মোদী হনুমানগাড়ি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে ৫ই অগাস্টের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রায় ঘণ্টা তিনেক অযোধ্যায় থাকবেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেবেন রামমন্দির আন্দোলনের পুরধা লালকৃষ্ণ আডবাণী। একইভাবে উপস্থিত থাকবেন মুরলী মনোহর যোশীও।

অমিত শাহের করোনা সংক্রমণের পর মোদীর অযোধ্যা সফর ঘিরে জল্পনা

অমিত শাহের করোনা সংক্রমণের পর মোদীর অযোধ্যা সফর ঘিরে জল্পনা

এদিকে রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে গত কয়েক সপ্তাহ ধরেই সাজ সাজ রব গোটা অযোধ্যা জুড়েই। ইতিমধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে রাম জন্ম ভূমি তীর্থ ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের খ্যাতনামা ৫০ জন সাধুকেও। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের করোনা সংক্রমণের পর মোদীর অযোধ্যা সফর ঘিরে আশঙ্কার মেঘ দানা বাঁধলেও এখনও পর্যন্ত সিদ্ধান্ত বাতিলের কোনও খবর মেলেনি বলেই জানা যাচ্ছে। এদিকে অযোধ্যা সফরের আগেও মোদীর বেশ কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় সফর তাঁর রাজনৈতিক জীবনের ইতিহাসের পাতায় লেখা রয়েছে।

জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে গঙ্গারতিতে মোদী

জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে গঙ্গারতিতে মোদী

অযোধ্যার মত এত বড় মাপের ধর্মীয় সফর না হলেও ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর বিখ্যাত দশাশ্বমেধ ঘাটে ডিসেম্বর মাসে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে সঙ্গে নিয়ে গঙ্গা আরতি করতে দেখা যায়। একইসাথে ২০১৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনের আগেও তিনি বারাণসীতে গঙ্গা আরতি করেছিলেন।

 ২০১৮ সালে নেপাল সফরকালে পশুপতিনাথ মন্দিরে আরাধনা

২০১৮ সালে নেপাল সফরকালে পশুপতিনাথ মন্দিরে আরাধনা

পরবর্তীতে ২০১৮ সালের মে মাসে নেপাল সফরের সময় তিনি নেপালের পশুপতিনাথ মন্দির পরিভ্রমণ করেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উত্সর্গ করে তৈরি করা হয়েছিল। বাগমতী নদীর তীরে অবস্থিত এই মন্দিরের আরাধ্য দেবতা পশুপতিনাথ বা প্রাণীজগতের প্রভু হিসাবে পরিচিত। ২০১৮ সালের নেপাল সফরের সময় এই মন্দিরেও মোদীও আরাধনা করতে দেখা যায়।

ত্রিসুরের পর ওমানেও শিব মন্দির পরিদর্শনে যান মোদী

ত্রিসুরের পর ওমানেও শিব মন্দির পরিদর্শনে যান মোদী

২০১৮ সালেই ফেব্রুয়ারিতে ওমান সফরে গিয়ে মাসকটে ২৫ বছরের পুরনো শিব মন্দির পরিদর্শনে যান মোদী। পরবর্তীতে ২০১৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে মোদী শ্রীলঙ্কায় প্রথম বিদেশ সফরের আগে কেরালার গুরুভাইয়র মন্দিরে প্রার্থনা জন্য যান। ত্রিসুরে অবস্থিত জেশের অন্যতম প্রাচীন এই বিষ্ণু মন্দিরে একাধিক আচারানুষ্ঠানে যোগ দেন তিনি।

 লোকসভা নির্বাচনের আগে এক মাসে চারবার প্রকাশ্যেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন মোদী

লোকসভা নির্বাচনের আগে এক মাসে চারবার প্রকাশ্যেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন মোদী

এছাড়াও ২০১৯ সালের লোকসভা নির্বাচন পর্বে চোখ রাখলে দেখা যাবে সেই সময় এক মাসের মধ্যে কমপক্ষে চারবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যোগ দেন মোদী। গত বছরের ২৫শে এপ্রিল প্রধানমন্ত্রী মোদীকে উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহের সাথে গঙ্গা আরতি করতে দেখা যায়। পরবর্তীতে ১৮ই মে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পর তাকে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির পরিদর্শনেও যেতে দেখা যায়।

মমতার পর শুভেন্দুই! ২০২১ নির্বাচনের আগে জল্পনার কেন্দ্রবিন্দু রাজ্য রাজনীতিতেমমতার পর শুভেন্দুই! ২০২১ নির্বাচনের আগে জল্পনার কেন্দ্রবিন্দু রাজ্য রাজনীতিতে

English summary
Land worship at Ayodhya Ram Temple, 5 most talked about religious trips by Prime Minister Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X