For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে তেরঙ্গা উড়িয়ে সূচনা হবে অযোধ্যায় মসজিদ নির্মাণ, জোর কদমে চলছে প্রস্তুতি

Google Oneindia Bengali News

অযোধ্যায় মসজিদ নির্মাণ শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মাধ্যমে৷ আগামী ২৬ জানুয়ারি কাজ শুরু হবে৷ দ্য ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট পাঁচ একর জায়গার উপর এই মসজিদ তৈরি করছে। অযোধ্যার যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখান থেকে ২৫ কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে এই মসজিদ। মসজিদের পাশাপাশি তৈরি হবে একটি গবেষণা কেন্দ্র, গ্রন্থাগার, হাসপাতাল, কমিউনিটি কিচেন৷

২৬ জানুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটে মসজিদ নির্মাণের কাজ শুরু

২৬ জানুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটে মসজিদ নির্মাণের কাজ শুরু

দ্য ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট জানিয়েছে, আগামী ২৬ জানুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটে মসজিদ নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এই ফাউন্ডেশনের ৯ জন ট্রাস্টি রবিবার বৈঠকে বসেন। পরে তাঁরা জানান, মসজিদ নির্মাণে বৈদেশিক অর্থ সহযোগিতায় আয়কর দপ্তরের ছাড়পত্র পেতে দেরি হচ্ছে।

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ

আইআইসিএফ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদ নির্মাণ শুরুর দিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে৷ বিশ্বে আবহাওয়ার পরিবর্তনের ফলে যে সমস্যা তৈরি হচ্ছে তা মানুষের সামনে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে৷ এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে৷

গোটা এলাকা জুড়ে সবুজায়ন কর্মসূচি

গোটা এলাকা জুড়ে সবুজায়ন কর্মসূচি

গোটা এলাকা জুড়ে এই সবুজায়ন কর্মসূচিতে অ্যামাজন রেইনফরেস্ট থেকে অস্ট্রেলিয়ায় বুশফায়ারযুক্ত অঞ্চল এবং ভারতের বিভিন্ন ভৌগলিক অঞ্চল থেকে নানা প্রজাতির গাছ এনে লাগানো হবে৷ এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরির চেষ্টা করা হবে৷ গত বছর নভেম্বর মাসে এক ঐতিহাসিক রায়ে ৪৯০ বছরের বিতর্কের অবসান ঘটায় শীর্ষ আদালত। শীর্ষ আদালত রায় দেয়, অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির হবে। আর বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড।

১৫ জানুয়ারি থেকে শুরু হয় রামমন্দিরের জন্যে টাকা তোলা

১৫ জানুয়ারি থেকে শুরু হয় রামমন্দিরের জন্যে টাকা তোলা

এদিকে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাম মন্দির নির্মাণে জনগণের কাছে সাহায্যের আবেদন করেছিল৷ এই অর্থ সংগ্রহ প্র্রক্রিয়া ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷ দেশের প্রাচীন ও আধুনিক স্থপতির সাহায্যে এই মন্দির নির্মাণ হবে৷ মন্দির নির্মাণে ভূমিকম্প, ঝড় প্রভৃতির প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ অযোধ্যার রাম মন্দিরের ভিত্তি স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী৷

English summary
Ayodhya mosque construction to start on Republic day by hoisting national flag and planting trees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X