For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘রামেই গৌরব অযোধ্যার’, রাষ্ট্রপতির রাম স্তুতি ঘিরে ফের বিতর্ক দেশজুড়ে

‘রামেই গৌরব অযোধ্যার’, রাষ্ট্রপতির রাম স্তুতি ঘিরে ফের বিতর্ক দেশজুড়ে

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রপতির চারদিনের উত্তরপ্রদেশের সফরের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল রবিবারের অযোধ্যা পরিভ্রমণ। রবিবার ট্রেনে করে লখনউ থেকে অযোধ্যা যাত্রা করতে দেখা গেল কোবিন্দকে। সময় মতো সেই সফরসূচি শেষ হলেও পিছু ছাড়ল না বিতর্ক। যোগী রাজ্যে এসে রাম স্তুতি শোনা গেল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের গলায়। এমনকী ভারতের ইতিহাসে রাষ্ট্রপতির এই ধরনের ট্রেন যাত্রা কার্যত বেনজির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

‘রামেই গৌরব অযোধ্যার’, রাষ্ট্রপতির রাম স্তুতি ঘিরে ফের বিতর্ক দেশজুড়ে

এদিকে এদিন অযোধ্যায় রামায়ণ কনক্লেভের উদ্বোধন করতে দেখা যায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে৷ রামের জন্মস্থানে দাঁড়িয়ে রাষ্ট্রপতি বলেন, 'রাম ছাড়া অযোধ্যার কিছুই নেই। রাম ছাড়া অযোধ্যা যেন অযোধ্যা নয়৷ যেখানে রাম সেখানে অযোধ্যা৷ ভগবান রাম স্থায়ীভাবে এই শহরেই থাকেন৷ তাই এটাই অযোধ্যা৷ এর নাম সাড়া দেশজুড়ে ছড়িয়েছে।’

রাষ্ট্রপতির এহেন মন্তব্যেই বেড়েছে বিতর্ক। রাষ্ট্রপতির মন্তব্যে অখুশি বিরোধীরা৷ তাঁদের মতে, ধর্মনিরপেক্ষ দেশের এক রাষ্ট্রপতির মুখে একটি বিশেষ ধর্মের ভগবানের বন্দনা শোভা পায় না। যদিও রামের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে নিজেরে নামের প্রসঙ্গও এদিন টেনে আনতে দেখা যায় রাষ্ট্রপতিকে। রামনাথ কোবিন্দের কথায়, “আমার ধারণা আমার পরিবারের লোকজন যখন আমার নামকরণ করেছিলেন, তাঁদেরও হয়তো রামকথা ও রাম নামের প্রতি সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ছিল। যা সাধারণ মানুষের মধ্যে থাকে। তাই আমার এই নাম রাখা হয়।”

অন্যদিকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতির এই সফর নিয়ে প্রশ্ন তুলেছে সমাজবাদী পার্টি। তাদের দাবি রাষ্ট্রপতির এই সফর ঘিরে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। রাষ্ট্রপতির আচরণও যেন বিজেপি নেতার মতোই লাগছে। যা নিয়েও বিস্তর বিতর্ক। এবার রাষ্ট্রপতির মুখে সরাসরি রামস্তুতি ঘিরে বিভিন্ন মহলে দানা বাঁধছে বিতর্ক।

English summary
'Ayodhya is the glory of Ram's name', controversy erupts again by President's controversial remarks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X