পাকিস্তানের জইশ জঙ্গিদের অযোধ্যা হামলার গোপন ছক! জঙ্গি মাসুদ আজহারের গোপন 'মেসেজ' গোয়েন্দাদের হাতে
উত্তরপ্রদেশের অযোধ্যায় এবার হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এমনই চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে এসে পৌঁছেছে। একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে গোয়েন্দারা উদ্ধার করেছে জইশ প্রধান মাসুদ আজহারের গোপন বার্তা। আর সেই বার্তা ঘিরেই উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।

আজহারের বার্তায় কী উঠে এসেছে?
মাসুদ আজহারের বার্তায় বারবার উঠে এসেছে রামজন্মভূমিতে হামলার ছক। গোয়েন্দারা সেই বার্তা থেকেই মনে করছে পাকিস্তানের জইশ জঙ্গিদের পরবর্তী পদক্ষেপ নিশ্চয়ই অযোধ্যা আক্রমণ । এমন দাবির নেপথ্যে রয়েছে গোয়েন্দাদের হাতে একাধিক প্রমাণও।

অযোধ্যায় বাড়ানো হল নিরাপত্তা
গোয়েন্দা রিপোর্টের পরই যোগী রাজ্য অযোধ্যার মাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভারতে যেখানে যেখানে জইশ নেটওয়ার্ক থাকতে পারে, সেখানে সেখানে কড়া নজর রেখে তল্লাশি চালাচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা। অযোধ্যা ছাড়াও দেশের একাধিক বড় শহরকে নিরাপত্তার চাদরে মুড়েছে প্রশাসন।

জইশ ও ভারত আক্রমণ
২০০১ সালে পাকিস্তানের মাটি থেকে জন্ম নিয়েছে মাসুদ আজহার নির্মিত জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ। এর আগে , জম্মু ও কাশ্মীরের বিধানসভায় আক্রমণ দিয়ে প্রথমবার ভারতে হামলা শুরু করেছিল জইশ। শেষবার পুলওয়ামায় ভারতীয় সেনার ওপর হামলা চালায় আজহারের গোষ্ঠী। এর মাঝের সময় কাশ্মীরের জেল-এ বন্দি থাকাকালীন তারা কান্দাহার বিমান অপহরণের মতো ঘটনা ঘটায়।