For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছুটিতে বিচারপতি, ফের পিছিয়ে গেল অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি

অযোধ্যা মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল। আগামী ২৯ জানুয়ারি থেকে ফের শুনানি শুরু হওয়ার কথা ছিল।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল। আগামী ২৯ জানুয়ারি থেকে ফের শুনানি শুরু হওয়ার কথা ছিল। তবে পাঁচ বিচারপতির বেঞ্চের সদস্য বিচারপতি এসএ বোবদে থাকছেন না। তিনি ছুটিতে গিয়েছেন। যার ফলে এই মামলার শুনানি ফের পিছিয়ে গেল। আগামী শুনানির দিন এখনও জানানো হয়নি।

ফের পিছিয়ে গেল অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি

সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আবদুল নাজির, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বোবদে। এর মধ্যে বোবদে ছুটিতে গিয়েছেন।

এর আগে মামলার শুনানি বেঞ্চে থাকা বিচারপতি ইউইউ ললিত সরে দাঁড়ান। কারণ বাবরি মসজিদ ধ্বংস হওয়ার পর বিজেপি নেতা কল্যাণ সিংয়ের হয়ে দুই দশক আগে ১৯৯৭ সালে আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন বিচারপতি ললিত। সেই প্রসঙ্গ উত্থাপন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন সিনিয়র অ্যাডভোকেট রাজীব ধাওয়ান। তারপরই বিচারপতি ললিত সরে দাঁড়ান।

সবমিলিয়ে মোট ১৪টি মামলা একত্র করে শুনবে আদালত। ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। সেই রায়ে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখাড়া ও রাম লল্লাকে জমি সমানভাবে ভাগ করে দিতে নির্দেশ দেওয়া হয়।

গতবছরের অক্টোবরের শেষে শুনানিতে আদালত জানায়, নতুন বছরের শুরুতেই জানুয়ারি থেকে শুনানি শুরু হবে। তারপরে এই নিয়ে দু'বার শুনানি পিছিয়ে দেওয়া হল।

English summary
Ayodhya hearing in Supreme Court delayed as judge Bobde unavailable
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X