For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যা দীপোৎসব নাম তুলল গিনেস বুকে, নয়া পালক যোগীর মুকুটে

অযোধ্যায় দীপোৎসবে একসঙ্গে তিন লক্ষ এক হাজার একশো বাহান্নটি মাটির প্রদীপ সরযূ নদীর তীরে প্রজ্জ্বলন করা হয়।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় দীপাবলি উৎসবের প্রাক মুহূর্তে নতুন ঘোষণা করে সকলকে চমকে দিয়েছেন যোগী আদিত্যনাথ। এদিন সরযূ নদীর তীরে দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম-জং সুকের সামনেই জেলার নাম বদলে অযোধ্যা ঘোষণা করে দেন যোগী।

অযোধ্যা দীপোৎসব নাম তুলল গিনেস বুকে, নয়া পালক যোগীর মুকুটে

এরপরে একসঙ্গে সন্ধ্যা আরতি করেন যোগী ও সুক। সঙ্গে ছিলেন দুই দেশের প্রতিনিধিরা। তারপরে অযোধ্যায় দীপোৎসব হয়। একসঙ্গে তিন লক্ষ এক হাজার একশো বাহান্নটি মাটির প্রদীপ সরযূ নদীর তীরে প্রজ্জ্বলন করা হয়। যা একটি বিশ্ব রেকর্ড হিসাবে গিনেস বুকে নথিভুক্ত থাকল।

তার আগে এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বক্তব্য রাখতে উঠে বলেন, ভারতীয় সংষ্কৃতিতে অতিথিদের ভগবানরূপে তুলনা করা হয়। এটাই আমাদের সংষ্কার। সেই সংষ্কারের পথ থেকে তিনি যে সরবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: ফৈজাবাদের নাম বদলে হল অযোধ্যা, দীপাবলিতে ঘোষণা যোগীর ][আরও পড়ুন: ফৈজাবাদের নাম বদলে হল অযোধ্যা, দীপাবলিতে ঘোষণা যোগীর ]

এর পাশাপাশি অযোধ্যা প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, আমাদের অস্তিত্বের প্রতীক অযোধ্যা। এর পরিচয় ভগবান শ্রীরামচন্দ্রের থেকে। তাই আজ থেকে ফৈজাবাদের নাম শ্রী অযোধ্যা করা হল। এর পাশাপাশি অযোধ্যায় একটি মেডিক্যাল কলেজের ঘোষণাও করেন যোগী। তার নাম হবে রাজা দশরথের নামে। এছাড়া শ্রী রামের নামে বিমানবন্দরও হবে বলে জানান তিনি।

[আরও পড়ুন:মৃত্যুর কয়েকঘণ্টা পর গা ঝাড়া দিয়ে উঠে বসল 'মড়া', তারপর যা হল ][আরও পড়ুন:মৃত্যুর কয়েকঘণ্টা পর গা ঝাড়া দিয়ে উঠে বসল 'মড়া', তারপর যা হল ]

এদিন অযোধ্যা থেকে সকলকে শান্তির বার্তা দেন যোগী। সকলকে শুভেচ্ছা জানান। শ্রী রামের নামে সকলকে একজোট হওয়ার আহ্বান দিয়েছেন যোগী। অযোধ্যাকে হৃত মর্যাদা ফিরিয়ে দেওয়া হল বলে এদিন দাবি করেছেন যোগী আদিত্যনাথ।

[আরও পড়ুন: বিধানসভা ভোটের বাজারে তেলাঙ্গানায় থেঁতলে খুন টিআরএস নেতা][আরও পড়ুন: বিধানসভা ভোটের বাজারে তেলাঙ্গানায় থেঁতলে খুন টিআরএস নেতা]

English summary
Ayodhya Deepotsav 2018 enters Guinness Book of Record for lighting 3,01,152 earthen lamps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X