For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা হামলার আগে তিন মাস ধরে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল জইশ জঙ্গিরা

পুলওয়ামার অবন্তীপুরায় সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালানো জইশ জঙ্গিরা চল্লিশ জনের বেশি সেনাকে খুন করেছে। শুক্রবার সকাল থেকে তদন্তে নেমে ও নমুনা সংগ্রহ করে এনআইএ বেশ কিছু গুরুত্বপূর্ণ লিড পেয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামার অবন্তীপুরায় সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালানো জইশ জঙ্গিরা চল্লিশ জনের বেশি সেনাকে খুন করেছে। শুক্রবার সকাল থেকে তদন্তে নেমে ও নমুনা সংগ্রহ করে এনআইএ বেশ কিছু গুরুত্বপূর্ণ লিড পেয়েছে। তাতে মনে করা হচ্ছে, আত্মঘাতী জঙ্গি আদিল দার গত কয়েকমাস ধরেই জইশ হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল।

তিন মাস ধরে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখেছিল জইশ জঙ্গিরা

আদিলের বাবা জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরে ছেলে নিখোঁজ ছিল। সেই মাঝের কয়েকমাসই সে জইশ হ্যান্ডলারদের যোগাযোগ রেখে তৈরি ব্লু প্রিন্ট দেখে হামলার প্রস্তুতি নিচ্ছিল। এছাড়া সে জইশের জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পও গিয়ে ঘুরে এসেছিল।

এনআইএ নমুনা সংগ্রহের পর মনে করছে, আত্মঘাতী হামলায় আইইডি ব্যবহার করা হয়নি। বদলে উচ্চ মাত্রার আরডিএক্স ব্যবহার হয়েছে। তবে ফরেনসিক রিপোর্ট হাতে এলে তবেই নিশ্চিত করে বলা যাবে।

এনআইএ এটার সন্দেহ করছে যে এত বেশি মাত্রার বিস্ফোরক খুব অল্প পরিমাণে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে। তারপর সব এক জায়গায় করে বিশাল বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছে।

আদিল জইশ হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখছিল। তারাই আদিলের ব্রেনওয়াশ করে আত্মঘাতী হামলার জন্য তৈরি করিয়ে দেয়। স্থানীয় কারা এই ঘটনায় মদত দিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টাও চলছে।

English summary
Awantipora attacker was in touch with JeM handlers for over 3 months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X