For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে ধসের পর বরফের নিচে চাপা পড়ে মৃত ৫, উদ্ধার চালাচ্ছে সেনা

লাদাখে খারদুং লা পাসে ধসের কারণে বরফের নিচে আটকে পড়লেন অন্তত ১০ জন।

  • |
Google Oneindia Bengali News

লাদাখে খারদুং লা পাসে ধসের কারণে বরফের নিচে আটকে পড়েন অন্তত ১০ জন। তার মধ্যে অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার পরই পুলিশ ও সেনার যৌথ বাহিনী অপারেশনে নেমেছে। বরফের নিচে বাকী যারা চাপা পড়ে রয়েছেন তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

লাদাখে ধসের পর বরফের নিচে চাপা পড়ে মৃত ৫, উদ্ধার চালাচ্ছে সেনা

এছাড়া চারটি গাড়িও বরফের নিচে চাপা পড়ে রয়েছে। কাশ্মীর ডিভিশনের নয়টি জেলায় বরফের ধস হতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে অনন্তনাগ, কুলগাম, বুদগাম, বারামুলা, কুপওয়ারা, বন্দিপোরা, গান্ডেলবাগ, কার্গিল ও লেহ।

কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বশির খান এই জেলাগুলির কমিশনরাদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা সাধারণ মানুষকে অবগত করেন। এবং মানুষ ধস প্রবণ এলাকা থেকে দূরে থাকেন।

কাশ্মীরের বিভিন্ন এলাকায় ব্যাপক বরফপাত হচ্ছে। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাঁও, কুপওয়ারা বরফের পুরু আস্তরণে ঢেকে গিয়েছে। আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত আরও বরফপাত হবে বলে পূর্বাভাসও দেওয়া হয়েছে।

English summary
Avalanche in Ladakh; 10 people, four vehicles trapped
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X