For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীনগরে জারি ১৪৪ ধারা! বন্ধ কেবল ও ইন্টারনেট পরিষেবা

জম্মু ও কাশ্মীর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এর অর্থ চার বা তার বেশি লোকের জমায়েত করা যাবে না।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এর অর্থ চার বা তার বেশি লোকের জমায়েত করা যাবে না। সরকারের দেওয়া অ্যাডভাইসরিতে বলা হয়েছে, সাধারণ মানুষের
চলাচলে কোনও অনুমতি দেওয়া হবে না। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও সোমবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ বলবত থাকার সময় কোনও জমায়েত কিংবা
সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও স্থানীয় কেবল টিভি এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রীনগরে জারি ১৪৪ ধারা

শ্রীনগরে জারি ১৪৪ ধারা

জারি হওয়া সরকারি নির্দেশিকায় বলা হয়েছে শ্রীনগর জেলায় রাত বারোটা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে। নির্দেশিকা অনুযায়ী মানুষের চলাচলে যেমন কোনও অনুমতি নেই, ঠিক তেমনই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে।

স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ

স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ

সরকারি নির্দেশে বলা হয়েছে, একদিকে যেমন কোনও জমায়েত হবে না, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। যে কোনও রকমের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি তরফ থেকে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ পরিষেবার ক্ষেত্রে সেইসব সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের পরিচয়পত্রকেই সরকারি অনুমতি পত্র হিসেবে ধরে নেওয়া হবে, যেখানে প্রয়োজন হবে।

অন্যদিকে, জম্মু জেলা প্রশাসনের তরফ তেকে সোমবার স্কুল কলেজ বন্ধ রাখার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান রবিবার রাতে বলেছেন, স্কুল, কলেজ-সহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে বন্ধ রাখা হচ্ছে।

এর আগে রাজ্য জুড়ে নিরাপত্তা বাড়ানো হয় কয়েক গুণ। নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে জম্মুতে। বাড়তি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

গৃহবন্দি রাজনৈতিক নেতারা

গৃহবন্দি রাজনৈতিক নেতারা

জম্মু ও কাশ্মীরে অস্থির পরিস্থিতির মধ্যেই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করেছে প্রশাসন। রবিবার গভীর রাতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি ছাড়াও যাঁদের গৃহবন্দি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, সাজাদ গণি লোন।

এদিকে গৃহবন্দি হওয়ার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষের কণ্ঠ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, সারা পৃথিবী দেখতে পাচ্ছে, জম্মু ও কাশ্মীরের মানুষের কণ্ঠ বন্ধ করার চেষ্টা চলছে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটারের নিজের গৃহবন্দি করার কথা জানিয়েছেন। ভূস্বর্গ জগাখিচুড়িতে পরিণত হয়েছে। সেখানকার মানুষ ভয় এবং অনিশ্চিত ভবিষ্যত নিয়ে চলছেন। কেন্দ্রের তরফে প্রায় ৩৮ হাজার বাড়তি বাহিনী পাঠানোরও তিনি সমালোচনা করেন।

English summary
Authorities of the JK on Sunday night imposed the Section-144
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X