For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর মরশুমে এই বিমানগুলির সফরে মিলছে 'মটন কষা' থেকে 'মাছের পাতুরী'

শুধু মাছের পাতুরী নয় , কবিরাজি কাটলেট কিংবা আলুর দমও পেয়ে যেতে পারেন বিমানে বসে। এমনই সুযোগ এনে দিয়েছে বিমান পরিষেবা সংস্থা ভিস্তারা।

  • |
Google Oneindia Bengali News

ঝাঁঝালো সরষে বাটা দিয়ে তৈরি মাছের পাতুরীর টুকরো মুখে ফেলতে পারাটা বাঙালির কাছে স্বর্গ সুখের শামিল। আর সেই সুখ যদি মাঝ আকাশে পাওয়া যায়, তাহলে বাঙালিকে আর পায় কে ! ভাবছেন এমনও কী সম্ভব! তাহলে জেনে রাখুন , শুধু মাছের পাতুরী নয় , কবিরাজি কাটলেট কিংবা আলুর দমও পেয়ে যেতে পারেন বিমানে বসে। এমনই সুযোগ এনে দিয়েছে বিমান পরিষেবা সংস্থা ভিস্তারা।

পুজোর মরশুমে এই বিমানগুলির সফরে মিলছে 'মটন কষা' থেকে 'মাছের পাতুরী'

টাটা গ্রুপ ও সিঙ্গাপুরের এক বিমান পরিষেবা সংস্থার যৌথ উদ্যোগ হল ভিস্তারা। দুর্গাপুজোর মরশুমে এই বিমান পরিষেবা সংস্থা চালু করেছে বেশ কয়কটি বিশেষ পরিষেবা।দিল্লি থেকে কলকাতাগামী বিমানের সংখ্যা বাড়ানোর পাশপাশি, এরা বিমানে যাত্রীদের খাবার তালিকাতেও এনেছে নতুনত্ব।

পুজোর মরশুমে এই বিমানগুলির সফরে মিলছে 'মটন কষা' থেকে 'মাছের পাতুরী'

খাবার তালিকাতে রয়েছে 'মটন কষা', 'চিকেন কবিরাজি', 'কষা আলুর দম ', 'মাছের পাতুরী',' ঝিঙে আলু পোস্ত','ঘি ভাত'। বাহালির ঘরের রান্না থেকে মুখো রোচক সমস্ত ধরনের খাবার এখন ভিস্তারারা দিল্লি থেকে কলকাতামুখী বিমানে মিলছে। ফলে পুজোর ছুটিতে যাঁরা দিল্লি থেকে কলকাতা যাওয়ার কথা ভাবছেন, তাঁরা ভিস্তারার বিমানে চড়লেই মাঝ আকাশে বসে পেতে চেখে দেখতে পারবেন এই সমস্ত বাঙালি খাবার। তবে শুধু নোনতা খাবার নয়, সঙ্গে বাঙালির পছন্দের মিষ্টিও থাকছে ভিস্তারার খাদ্য তালিকায়।

English summary
Vistara, a joint venture between Tata group and Singapore Airlines, today announced an additional daily flight between Delhi and Kolkata during the festive seasons, effective tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X