For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কঠিন সময়ে মোদীর কাজের প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী! কী বললেন স্কট মরিসন?

কঠিন সময়ে মোদীর কাজের প্রশংসায় পঞ্চমুখ স্কট মরিসন

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো ভার্চুয়াল সামিটে আজ কথা বললেন নরেন্দ্র মোদী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনার জেরে ভারত সফরে আসতে পারেননি মরিসন

করোনার জেরে ভারত সফরে আসতে পারেননি মরিসন

স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এ দেশে সফরের তারিখ ঠিক হয়েছিল৷ তবে, এই করোনার সময়ে ভ্রমণ সম্ভব ছিল না৷ একারণে দুই দেশই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের জন্য সম্মত হয়৷ এই প্রথমবার প্রধানমন্ত্রী কোনও ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক করবেন৷ এই বৈঠক ভারত-অস্ট্রেলিয়ার সুসম্পর্কের ইঙ্গিত দেয়৷

ভার্চুয়াল বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী কী নিয়ে কথা বলেন?

ভার্চুয়াল বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী কী নিয়ে কথা বলেন?

এদিন ভার্চুয়াল বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী ক্রমবর্ধমান সম্পর্কের প্রসঙ্গে বিস্তৃত কাঠামো পর্যালোচনা করার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে দুই দেশের পরিস্থিতি এবং তাঁদের প্রতিক্রিয়াগুলি আলোচনা করেন।

মোদীর প্রশংসায় স্কট মরিসন

মোদীর প্রশংসায় স্কট মরিসন

এদিন বৈঠক চলাকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেন, 'চাহিদা ও মূল্যবোধের নিরিখে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক খুবই দৃঢ়। আমাদের বন্ধুত্ব আরও মজবুত করার জন্য অপরিসীম সুযোগ রয়েছে। এই সুযোগকে বাস্তবে পরিণত করাটাই চ্যালেঞ্জ। আমাদের সম্পর্ক গোটা রিজিয়নের স্থিতাবস্থায় কার্যকরী ভূমিকা নেবে।'

মরিসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী

মরিসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী

এদিকে কঠিন সময়ে অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় সম্প্রদায় ও ছাত্রদের উপর নজর রাখার জন্য মরিসনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, 'শুধু দুটো দেশের জন্য নয়, আমাদের মজবুত সম্পর্ক গোটা রিজিয়নের জন্যই কার্যকরী।' অস্ট্রেলিয়ায় করোনায় মৃত্যুমিছিলে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

গত দেড় বছরে ৪ বার সাক্ষাৎ করেছেন এই দুই নেতা

গত দেড় বছরে ৪ বার সাক্ষাৎ করেছেন এই দুই নেতা

এর আগে মোদী ও মরিসন গত দেড় বছরে ৪ বার সাক্ষাৎ করেছেন৷ ২০১৮ সালে সিঙ্গাপুরে ইস্ট-এশিয়া সামিট, ২০১৯ সালে জুন মাসে ওসাকাতে জি ২০ সামিট , ২০১৯ সালে বিয়ারিৎজে জি ৭ সামিট ও ২০১৯ সালে ব্যাঙ্ককে ইস্ট-এশিয়া সামিটে কথা হয়েছে তাঁদের৷

<strong>চিনকে জবাব দিতে প্রস্তুত ভারত! লাদাখে উত্তেজনার মাঝে কাশ্মীরে জরুরি ভিত্তিতে এয়ারস্ট্রিপ তৈরি</strong>চিনকে জবাব দিতে প্রস্তুত ভারত! লাদাখে উত্তেজনার মাঝে কাশ্মীরে জরুরি ভিত্তিতে এয়ারস্ট্রিপ তৈরি

English summary
australian pm scott morrison lauds Pm Narendra Modi for his works during difficult times
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X