For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম ছত্রপতি সম্ভাজি মহারাজ করার প্রস্তাব

‌ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম ছত্রপতি সম্ভাজি মহারাজ করার প্রস্তাব

Google Oneindia Bengali News

নাম বদল হতে চলেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ বিমানবন্দরের। রাজ্য সরকার এই বিমানবন্দরের নাম বদল করে রাখতে চলেছে ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর।

‌ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম ছত্রপতি সম্ভাজি মহারাজ করার প্রস্তাব

শিবাজির ছেলের নামে বিমানবন্দরের নামকরণ

মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছিলেন সম্ভাজি মহারাজ। সরকারিভাবে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে মন্ত্রীসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রী সুভাষ দেশাই, যিনি ঠাকরের শিব সেনা দল থেকে, জানিয়েছেন রাজ্যের শাসক দল মহা বিকাশ আঘাদির সঙ্গে সেনা, কংগ্রেস ও এনসিপির জোট রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছে তাঁদের সব ইচ্ছা পূরণ করবে।

প্রস্তাব পাস ঔরঙ্গাবাদ পুরসভায়

এই বিমানবন্দরটি ঔরঙ্গাবাদের চিখলথানা এলাকায় অবস্থিত। ঠাকরে জানিয়েছেন যে ঔরঙ্গাবাদ বিমানবন্দরের নাম বদল করে ছত্রপতি সম্ভাজি মহারাজ রাখার প্রস্তাব পাস হয়েছে ঔরঙ্গাবাদ পুরসভায়। এই বিষয়টি লোকসভাতেও উঠবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে মন্ত্রীপরিষদ এই নাম বদলের প্রস্তাব কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে।

মুম্বই ও কোলাপুর বিমানবন্দর

মুম্বই বিমানবন্দর পরিচিত ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দর নামে এবং কোলাপুর বিমানবন্দর ছত্রপতি রাজারাম মহারাজ নামে পরিচিত।

English summary
aurangabad airport to be renamed as chhatrapati sambhaji maharaj airport
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X