For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘোড়া কেনাবেচার মাধ্যমে নির্বাচিত রাজ্যগুলিকে অস্থির করার চেষ্টা! মোদীকে চিঠি অশোক গেহলটের

প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর অভিযোগ, ঘোড়া কেনাবেচার মাধ্যমে নির্বাচিত সরকারগুলিকে অস্থির করার চেষ্টা চালানো হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

প্রবল রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর অভিযোগ, ঘোড়া কেনাবেচার মাধ্যমে নির্বাচিত সরকারগুলিকে অস্থির করার চেষ্টা চালানো হচ্ছে। এমন একটা সময়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী এই মন্তব্য করলেন, যেই সময় সচিন পাইলটের সঙ্গে তাঁর জোর টক্কর চলছে। যদিও উপমুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

করোনার মারণ থাবা ভারতের অর্থনীতিতে! জিডিপি কমতে পারে ৬%-এর মতোকরোনার মারণ থাবা ভারতের অর্থনীতিতে! জিডিপি কমতে পারে ৬%-এর মতো

গেহলটের চিঠি মোদীকে

গেহলটের চিঠি মোদীকে

প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া চিঠিতে গেহলট বলেছেন, তিনি বিষয়টি (রাজস্থান) নিয়ে কতটা অবগত, তা তিনি জানেন না। তবে তাঁকে(মোদী) ভুল পথে চালনা করাও হতে পারে। তবে ইতিহাস এব্যাপারে জড়িতদের কখনই ক্ষমা করবে না। বলছেন গেহলট।

সরকার মেয়াদ পূর্ণ করবে

সরকার মেয়াদ পূর্ণ করবে

গেহলট চিঠিতে আরও লিখেছেন, তাঁর বিশ্বাস, সত্য, ঐতিহ্য, সাংবিধানিক মূল্যবোধ জিতবে এবং তাদের সরকার সুশাসনের পথে মেয়াদ সম্পূর্ণ করবে।

ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রকে আক্রমণ

ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রকে আক্রমণ

২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়. তাঁর অভিযোগ ছিল, নির্বাচিত বিরোধী সরকারগুলিকে অর্থশক্তি ও কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

সচিন পাইলট ও ১৮ বিধায়ক পেলেন বাড়তি সময়

সচিন পাইলট ও ১৮ বিধায়ক পেলেন বাড়তি সময়

এদিকে রাজস্থান হাইকোর্টের আদেশের জেরে সচিন পাইলট ও তাঁর অনুগত ১৮ বিধায়ক আরও ৩ দিন সময় পেয়ে গেলেন।

English summary
Attempts are being made to destabilize elected Govt through horse trading, Ashok Ghelot writes to PM Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X