For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেলফি তুলতে গিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার!

Google Oneindia Bengali News

নামাক্কাল (তামিলনাড়ু), ২৯ সেপ্টেম্বর : সেলফি তুলতে যাওয়াটা এভাবে প্রাণঘাতী হবে হয়তো বুঝতেই পারেনি প্রকাশ। কিন্তু নিয়তির লিখনে সেলফি তুলতে গিয়েই মৃত্যু হল তামিলনাড়ুর ইঞ্জিনিয়ারিং এই পড়ুয়ার। ['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ে বানচাল ক্ষুব্ধ কনের]

তামিলনাড়ুর নামাক্কালথেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত কোল্লি পাহাড়ে অপরূপ মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে সেলফি তোলার জন্য প্রকাশ ও তার ছয় বন্ধু মিলে গিয়েছিল সেই পাহাড়ে। [(ছবি) কিম কার্ডাশিয়ানের "খোলামেলা" সেলফি! না দেখলে পস্তাতে হবে]

সেলফি তুলতে গিয়ে মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার!

পাহাড়ের একাবারে ধারে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা চালায় প্রকাশ। আর তখনই যে পাথরের উপর সে দাঁড়িয়েছিল, তাতে ফাটল ধরে। সেই পাহাড় থেকে প্রায় ৬০ ফুট নিচে পড়ে গিয়ে তৎক্ষণাৎই মৃত্যু হয় তাঁর।[(ছবি) পারফেক্ট সেলফি-র জন্য মেনে চলুন এই নিয়মগুলি!]

প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রকাশ ও তাদের বন্ধুদের সেলফি নেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু প্রকাশ ঠিক করে পাহাড়ের ধার দিয়ে একটি লাগোয়া পাথর বেরিয়ে ছিল। প্রকাশ সেই পাথরে দাঁড়িয়ে ছবি তুলতে যায়। কিন্তু প্রকাশের শরীরের ওজনে পাথরটিতে ফাটল ধরে।[হাঙর হানার চেয়েও বিপজ্জনক 'সেলফি', কীভাবে? জেনে নিন পরিসংখ্যান]

পাথরটি ভেঙে পরায় ৬০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে। প্রকাশের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রকাশের। [অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]

English summary
Attempt to Take Selfie Turns Fatal for Engineering Student
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X