For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জামিয়ার কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতারের শ্যুটারের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করল পুলিস।

Google Oneindia Bengali News

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রদের উপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতারের শ্যুটারের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করল পুলিস। অস্ত্র আইনের ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে শ্যুটারের বয়স যাচাইও করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিস।

খুনের চেষ্টার অভিযোগ

খুনের চেষ্টার অভিযোগ

সিএএ-র প্রতিবাদে আন্দোলনরত জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর পুলিসের সামনেই গুলি চালাল এক যুবক। তার গুলিতে আহত হয়েছে এক ছাত্র। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অস্ত্র আইনে মামলা করা হয়েছে তার বিরুদ্ধে। ধৃত যুবক নিজের বয়স ১৯ বছর বলে দাবি করেছে। তার সত্যতাও যাচাই করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিস।

আহত ছাত্রকে দেখতে ভীম আর্মির প্রধান

আহত ছাত্রকে দেখতে ভীম আর্মির প্রধান

এদিকে জামিয়া বিশ্ববিদ্যালয়ে শ্যুটারের গুলিতে আহত ছাত্রকে দেখতে এইমস হাসপাতালে গিয়েছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। শবাব ফারুক নামে আহত ছাত্র ভর্তি রয়েছেন এইমসের ট্রমা সেন্টারে। এই নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। জামিয়া ছাত্র সংগঠনের পক্ষ থেকেও দিল্লি পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

গুলি চালানোর প্রতিবাদে উত্তাল জামিয়া

গুলি চালানোর প্রতিবাদে উত্তাল জামিয়া

এদিকে পুলিসের সামনেই প্রকাশ্য বন্দুক নিয়ে যুবকের গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন। তাঁরা দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

English summary
Attempt to murder case against Jamia Shooter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X