For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তানিজানিয়ার ছাত্রী হেনস্থা: পরিস্থিতি খতিয়ে দেখতে বেঙ্গালুরুতে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিদেশ মন্ত্রক

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : তানজানিয়ার ছাত্রীকে বেঙ্গালুরুতে বিবস্ত্র করে হেনস্থা করার ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। হেনস্থার ঘটনার কড়া নিন্দা করেছে কেন্দ্র। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ দেশে আফ্রিকার পড়ুয়াদের যথাযথ নিরাপত্তার বিষয়টি তুলে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে সুষমা স্বরাজ। [মহিলাকে নগ্ন করে গ্রাম ঘুরিয়ে মুখে প্রস্রাব, গণধর্ষণও, গ্রেফতার দশ ]

পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে সিনিয়র আধিকারিকদের বেঙ্গালুরু পাঠানো হয়েছে। এই ঘটনার পর যথেষ্ট কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তানজানিয়া দূতাবাসের হাই কমিশনার জন কিগাজি। ভারতে আফ্রিকার পড়ুয়াদের যথাযথ নিরাপত্তার বিষয়টি ভারতের আরও গুরুত্ব দিয়ে দেখতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

তানিজানিয়ার ছাত্রী হেনস্থা: পরিস্থিতি খতিয়ে দেখতে বেঙ্গালুরুতে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিদেশ মন্ত্রক

শুধু তাই নয়, তানজানিয়ার ওই ছাত্রী আসলে বর্ণবিদ্বেশের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন কিগাজি। মন্ত্রী কিরণ রিজিজু এই ঘটনাকে লজ্জাজনক বলে ব্যাখ্যা করেছেন। দেশের মধ্যে বর্ণ বিদ্বেশের এই উগ্রতা কিছুতেই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। [মুম্বই : মহিলা কনডাক্টরকে হিঁচড়ে বাস থেকে নামিয়ে মারধর করে জামা ছিঁড়ে দিল পুরুষ যাত্রী]

উল্লেখ্য রবিবার রাতে সুদান থেকে আসা এক ছাত্রের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ শুরু করে। এই সময়ই সেখান দিয়ে গাড়ি নিয়ে এসে পড়েন তানজানিয়ার ওই ছাত্রী। অভিযুক্ত সুদানের পড়ুয়ার বন্ধু ভেবে তার উপর আক্রমণ শুরু করে জনতা। এরপরই তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ওই ছাত্রী একটি বাসে উঠে যেতে গেলে তাকে বাস থেকে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়। এরপর তাকে বিবস্ত্র করে মারধর করা হয়। [মেঘালয়: শ্লীলতাহানির পর সন্তানের চোখের সামনে মায়ের মাথা গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা]

এই মুহূর্তে ভারতে প্রায় ৫,০০০ আফ্রিকার পড়ুয়া রয়েছে। ভবিষ্যতে যাতে কোনও বিদেশী ছাত্রছাত্রীরা বর্ণবৈষম্যের জেরে কোনওরকম সমস্যা না পড়েন তার জন্য কড়া নিরাপত্তা নেবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। কর্ণাটক সরকারের কাছে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। [প্রবীন এক শিখ ব্যক্তিকে নৃশংসভাবে মারধর শিকাগোয়, ডাকা হল 'বিন' লাদেন নামে!]

English summary
The foreign ministry despatched a team of senior officials to Bengaluru to review the situation after the attack on Tanzanian Student.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X