For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানাডা পার্লামেন্টে হামলা, মৃত এক সেনা জওয়ান

Google Oneindia Bengali News

কানাডা পার্লামেন্টে হামলা, মৃত এখ সেনা জওয়ান
ওট্টায়া, ২৩ অক্টোবর : কানাডার পার্লামেন্ট চত্বরে গুলিবিদ্ধ এক সেনা জওয়ান। ওট্টায়ার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দুষ্কৃতীদের গুলির আক্রমণের জেরেই এই ঘটনা। ভারতীয় সময় বুধবার রাতে ৩টি বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী থাকল কানাডা। প্রথমটি পার্লামেন্ট চত্বরে, দ্বিতীয়টি ওয়ার মেমোরিয়ালে এবং তৃতীয়টি শপিং মলে।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই গুলি চালনার ঘটনায় একাধিক বন্দুকবাজ শামিল ছিল বলে জানিয়েছে পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, মুখ্য অভিযুক্ত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে বলে অনুমান পুলিশের।

প্রত্যক্ষদর্শীদের কথায়, কানাডার ওয়ার মেমোরিয়াল থেকে এক বন্দুকধারীকে সংসদ ভবনের দিকে ছুটে যেতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে সংসদ ভবন চত্বর ঘিরে ফেলেন সেনা জওয়ানরা। এরপরে প্রায় ২০ বার গুলির আওয়াজ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কালো পোশাক এবং কালো কাপড়ে মুখ ঢাকা একজনকে ছুটে পালাতে দেখা যায়।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>BBC News on YouTube: Bullets fired inside <a href="https://twitter.com/hashtag/Canada?src=hash">#Canada</a>'s parliament building <a href="http://t.co/YghQaOs4ZH">http://t.co/YghQaOs4ZH</a></p>— BBC News US (@BBCNewsUS) <a href="https://twitter.com/BBCNewsUS/status/524959378802491392">October 22, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

পুলিশের তরফ থেকে স্থানীয় লোকজনকে জানলা ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে হতাহতের কোনও খবর নেই। কানাডার প্রধানমনত্রী স্টিফেন হারপারও এলাকা থেকে নিরাপদভাবেই বেরতে পেরেছেন বলে সূত্রের তরফে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনার নিন্দা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।

সূত্রের তরফে জানানো হয়েছে, আক্রমণকারীর নাম মাইকেল জেহফার বিবেউ। আলজেরিয়ার এই বংশোদ্ভূত বিবেউ সম্প্রতি ইসলামে ধর্মান্তরিত করেছেন। কিউবেকএ বড় হওয়ায়। পুলিশসূত্রের খবর মন্ট্রিল, অ্যালমার, ব্রিটিশ কলম্বিয়ায় বিবেউর অপরাধমূলক অতীত রয়েছে।

English summary
Attack on Canada's parliament, one soldier dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X